গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান। পরিবারের দাবি অনুযায়ী এরপর দিন থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার ৮ দিন পর গতকাল (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার অদূরে নিউটাউনে আনোয়ারুল আজীম আনার খুন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী। এরই পরিপ্রেক্ষিতে আনোয়ারুল আজীম আনারের কলকাতার নিউটাউনে লাশ উদ্ধারের ভিডিও দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ১৬ লক্ষ ৮ হাজার ৯ শত ৮৬ বার। ভিডিওটিতে সাড়ে দুইশত ৫৫ হাজার ৯ শত ৭৩ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া ভিডিওটি দুই হাজার বারের অধিক শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কলকাতার নিউটাউন থেকে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধারের দৃশ্যের নয় বরং এটি চলতি বছরের মার্চে কলকাতার নিউটাউনে ৮০ বছর বয়সী সুবোধ সরকার নামক এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ভিডিও।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ভারতীয় ইলেক্ট্রনিক গণমাধ্যম নিউজ ১৮ এর লোগো লক্ষ্য করা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এর ইউটিউব চ্যানেলে গত ২৩ মার্চ এ “Newtown : নিউটাউনে ট্রলি ব্যাগে উদ্ধার ৮০ বছরের বৃদ্ধের দেহ! ঘটনায় এক নাবালকাকে জিজ্ঞাসাবাদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, গত মার্চ মাসে কলকাতার নিউটাউন এলাকায় ট্রলি ব্যাগ থেকে ৮০ বছর বয়সী সুবোধ সরকার নামক এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এছাড়া, সেসময় এ বিষয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, কলকাতা নিউজ।
আনোয়ারুল আজীম আনারের মরাদেহ কি উদ্ধার হয়েছে?
এ বিষিয়ে অনুসন্ধানে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ২৪ মে “কষাই জিহাদকে নিয়ে এমপি আনারের খণ্ডিত মরাদেহ উদ্ধারে তল্লাশি” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করতে পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদার ওরফে কষাই জিহাদকে নিয়ে কলকাতার বিভিন্ন যায়গায় অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তার দেহের কোনো অংশ পাওয়া যায়নি।
এর আগে গত ২২ মে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আইজি অখিলেশ চতুর্বেদীর সাংবাদিকদের জানান, এ ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাতে নিয়েছে। আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি, যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে কেউ হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, “লাশ এখনো উদ্ধার করা হয়নি। আমরা কেসের তদন্ত শুরু করেছি।”
মূলত, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য কলকাতায় পরদিন থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ৮ দিন পর পৃথক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী জানান আনোয়ারুল আজীম আনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার অদূরে নিউটাউনে খুন হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আনোয়ারুল আজীম আনারের লাশ কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্কানার টিমের অনুসন্ধানে জানা যা, এটি আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধারের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত মার্চ মাসে কলকাতার নিউটাউনে ৮০ বছর বয়সী সুবোধ সরকার নামক এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যম News18 এ প্রচারিত প্রতিবেদনের অংশ বিশেষ। এমপি আনোয়ারুল আজীমের লাশ উদ্ধারে কলকাতার পুলিশ চেষ্টা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তারা তার লাশ উদ্ধার করতে পারেনি।
সুতরাং, ভিন্ন ব্যক্তির লাশ উদ্ধারের ভিডিওকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধারের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।