সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গতকাল (১০ আগস্ট) গোপালগঞ্জে সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় সেনাবাহিনী মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উত্তেজিত জনতা তাদের ওপর ইট- পাটকেল ছুঁড়ে মারে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে একশনে যায় সেনা টহল দল। এরই প্রেক্ষিতে গোপালগঞ্জে ৬০ এর অধিক মানুষ নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল ১০ আগস্ট গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সেনা সদস্যের সংঘাতে কেউ মারা যান নি বরং, কোনপ্রকার তথ্যসূত্র ছাড়াই উক্ত ঘটনায় ৬০ জনের অধিক মানুষ মারা যাওয়ার দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত পোস্ট গুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত পোস্ট গুলোতে তথ্যসূত্র পোস্টের মন্তব্যঘরে দেওয়ার কথা বলা হলেও মন্তব্য ঘরে কোন তথ্যসূত্র পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১০ আগস্ট “গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৭” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গতকাল (১০ আগস্ট) গোপালগঞ্জে সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গেলে উত্তেজিত বিক্ষোভকারীরা তাদের ওপর ইট- পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। সে সাথে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে। উক্ত ঘটনায় নয়জন সেনাসদস্য এবং সংবাদকর্মীসহ স্থানীয় ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।
একই দিনে জাতীয় দৈনিক প্রথম আলো এর ওয়েবসাইটে “গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে এই প্রতিবেদনেও মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি।
উক্ত ঘটনায় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, উক্ত ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিতে আলোচিত ঘটনায় ০৩ জন অফিসার, ০১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হওয়ার তথ্য জানানো হয়। তবে নিহত হওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গতকাল ১০ আগস্ট গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন মর্মে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bdnews24 – গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৭
- Prothom Alo – গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল
- ispr.gov.bd – Press Release