তসলিমা নাসরিনের মৃত্যুর গুজব

ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তসলিমা নাসরিন মারা যাননি বরং তার ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তি হিসেবে ‘Remembering’ ফিচার প্রদর্শনের কারণেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে তসলিমা নাসরিনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায় সেই অ্যাকাউন্টটি মেমোরালাইজ হয়ে আছে। কোনো ফেসবুক অ্যাকাউন্টধারী মারা গেলে এবং সে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করা হলেতাকে মৃত হিসেবে বুঝাতে ফেসবুক তার প্রোফাইলে ‘Remembering’ লেখা যুক্ত করে দেয়।

Screenshot: Facebook

তবে তার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়ার পরবর্তী সময়ে তার এক্স অ্যাকাউন্টে গতকাল ২২ অক্টোবরে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তার ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, তিনি বেঁচে আছেন। এছাড়া তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেমোরালাইজশন সরিয়ে নিতে অনুরোধ করেন।

Screenshot: X

সুতরাং, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিম মারা গিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত  তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Taslima Nasrin – X Post

আরও পড়ুন

spot_img