ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

সম্প্রতি, ক্রিশ্চিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ তার ফেসবুক পেজে “ক্রিশ্চিয়ানো রোনালদোর যদি লক্ষ লক্ষ ভক্ত থাকে, আমি তাদের একজন।” শীর্ষক শিরোনামে একটি পোস্ট করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এখানে

যা দাবি করা হচ্ছে

ভাইরাল সেই পোস্টটিতে বলা হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ মরক্কো বনাম প্ররতুগাল ম্যাচে পর্তুগাল হেরে গেলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে “ক্রিশ্চিয়ানো রোনালদোর যদি লক্ষ লক্ষ ভক্ত থাকে, আমি তাদের একজন। যদি তার শুধুমাত্র একজন ভক্ত থাকতো, তাহলে সেটা আমি হতাম। যদি তার আর ভক্ত না থাকে তার মানে আমি মারা গেছি!! পুরো বিশ্ব যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে হয়, তাহলে গোটা বিশ্বের বিপক্ষে আমি হবো। ভাল বা খারাপের জন্য, সবসময় তার সাথে!” শীর্ষক একটি পোস্ট করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত দাবি করে ফেসবুকে কোনো পোস্ট করেননি বরং তাঁর নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়েছে এবং প্রকৃত পক্ষে জর্জিনা রদ্রিগেজ ফেসবুক ব্যবহারই করেন না।

গত ১১ ডিসেম্বর রাত ১২টা ১১ মিনিটে Georgina Rodríguez নামের একটি ফেসবুক পেজ থেকে উক্ত পোস্টটি করা হয়। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায় পেজটি ২০২০ সালের ১০ অক্টোবর তৈরী করা হয়েছে। তবে, ২০২২ সালের ১৫ই জানুয়ারি পেজটির নাম পরিবর্তন করে জর্জিনা রদ্রিগেজ করা হয়। 

আরও পর্যবেক্ষণে দেখা যায়, পেজটি মিশর থেকে পরিচালনা করা হচ্ছে।

জর্জিনা রদ্রিগেজ একজন আর্জেন্টাইন নাগরিক, তবে বসবাস করেন স্পেনে। পেজটি যদি জর্জিনা রপদ্রিগেজই পরিচালনা করতেন তাহলে লোকেশনে স্পেনই দেখাতো।

পরবর্তীতে অনুসন্ধানে, georginagio জর্জিনা রদ্রিগেজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। 

সেখানে ফেসবুকে ভাইরাল হওয়া এই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ১০ ডিসেম্বর পর্তুগাল বনাম মরক্কো ম্যাচে পর্তুগালের হারে মাঠে কান্নায় ভেঙ্গে পড়েন রোনালদো। এরই প্রেক্ষিতে জর্জিনা রদ্রিগেজ নামক একটি ফেক ফেসবুক পেজ থেকে নিজেকে রোনালদোর সবচেয়ে বড় ভক্ত হিসেবে দাবি করে পোস্ট করা হয়। যা পরবর্তীতে কপি পেস্ট ও একাধিক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২ কে কেন্দ্র করে একাধিক গুজবকে শনাক্ত করে প্রতিনিয়ত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা নিজেকে রোনালদোর সবচেয়ে বড় ভক্ত বলে ফেসবুকে পোস্ট করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান
  • ইনস্টাগ্রাম: georginagio

আরও পড়ুন

spot_img