গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আমগাছের ডাল কাটা নিয়ে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্যও পাওয়া যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সীমান্তে দুই দেশের জনগণ উচ্চস্বরে মাইক এবং সাউন্ডবক্স বাজিয়ে প্রতিযোগিতা করেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দুই দেশের নাগরিকদের মধ্যে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে প্রতিযোগিতা করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দুটি ইটভাটায় স্বত্বাধিকারীদের আয়োজিত একটি অনুষ্ঠানের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Robiul Funny নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৭ জানুয়ারি প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যবর্তী একটি প্রতিযোগিতার দৃশ্য।

পরবর্তীতে উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যালোচনার মাধ্যমে এতে একই ঘটনার বেশ কয়েকটি শর্টস ভিডিওর সন্ধান পাওয়া যায়। যার মধ্যে একটির শিরোনামে ‘পিকনিক VS পিকনিক’ শব্দিটি উল্লেখ করা হয়। অপর আরেকটি ভিডিওতে ‘পিকনিক 2025 সাল’ উল্লেখ করা হয়েছে। ‘পিকনিক 2025 সাল’ শীর্ষক ভিডিওটি পর্যালোচনা করে সাউন্ড সিস্টেমের একটি বক্সে ‘সুপার সাউন্ড’ লেখা দেখতে পাওয়া যায়। এছাড়াও এটিতে ‘নাটনা, পূর্বপাড়া এবং নদীয়া’ নামগুলো দেখা যায়। পাশাপাশি ‘9775105686’ শীর্ষক একটি মোবাইল নাম্বার দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে সুপার সাউন্ড তথ্যটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Sahin Sekh নামের একটি ভারতীয় ফেসবুক আইডিতে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, এটি সুপার সাউন্ড নামের সাউন্ড সিস্টেম প্রোভাইডারের একটি বিজ্ঞাপনধর্মী পোস্ট। এতে ব্যবহৃত ছবিগুলো পর্যালোচনা করে একই তথ্য সম্বলিত সাউন্ড সিস্টেম বক্সও দেখতে পাওয়া।
পরবর্তীতে পোস্টটিতে ব্যবহৃত ভারতীয় মোবাইল নাম্বারে হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে উক্ত নাম্বার ব্যবহারকারী রিউমর স্ক্যানারকে জানান তার নাম শাহীন শেখ। তিনি ‘সুপার সাউন্ড’- এ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। আলোচিত ভিডিওটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভিডিওটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের গোবিন্দপুরের মুক্তারপুর এলাকার। মূলত, পাশাপাশি অবস্থিত দুটি ইটভাটার স্বত্বাধীকারী পিকনিকের আয়োজন করেন। পিকনিককে কেন্দ্র করেই তারা সাউন্ডবক্স এবং মাইকের এমন আয়োজন করেছিলেন।
এছাড়াও, চাঁপাইনবাবগঞ্জে দুই দেশের নাগরিকদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনার পরবর্তী সময়ে আলোচিত দাবিটির মত কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, দাবিটি সম্পূর্ণ ভুয়া। চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের গোবিন্দপুরের দুই ইটভাটার স্বত্বাধিকারীদের আয়োজিত পিকনিকের দৃশ্যকে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের উচ্চস্বরে গান বাজিয়ে প্রতিযোগিতা করার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।