সম্প্রতি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্য সত্য নয় বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে “ট্রাম্পকে এবারের মতো মাফ করে দিলো ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা” শীর্ষক শিরোনামে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রাম্পকে ঢাকার মাফ করে দেওয়া সংক্রান্ত সংবাদ দেয়নি চ্যানেল২৪ বরং ভারতীয় ভিসা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সংক্রান্ত চ্যানেল২৪ এর একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তিতে সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০৪ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, চ্যানেল২৪ এর ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ০৪ মার্চ গণমাধ্যমটির ফেসবুক পেজে “ভারতীয় ভিসা ইস্যুতে যে খবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির সাথে আংশিক মিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
চ্যানেল২৪ এর এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে কোনো সুখবর নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ৪ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। এই প্রতিবেদনে ট্রাম্পকে ঢাকার মাফ করে দেওয়া সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
তবে সেদিন সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের ক্ষেত্রে এ ধরনের (ট্রাম্পের) উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ ক্ষেত্রে মার্কিন দূতকে কেন তলব করা হবে না, এমন এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটাকে আমি কোনো উসকানিমূলক মন্তব্য বলে মনে করি না। একটি বিবৃতি দিয়েছি। আমরা দেখেছি যে এটার তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি (মার্কিন প্রেসিডেন্ট) এটা তো স্পষ্ট করে বলেননি যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে। এ রকম কোনো কথা তিনি বলেননি। তিনি দুই ব্যক্তি বলে কাকে বোঝাতে চেয়েছেন, সেটি আমি জানি না। কাজেই এরপর আমরা কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন দেখি না।’
সুতরাং, ট্রাম্পকে এবারের মতো মাফ করে দিলো ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা শীর্ষক দাবিতে প্রচারিত চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।