সম্প্রতি, “মুন্না ভাই এমবিবিএস ৩ সিনেমার কাস্টিং এ চঞ্চল চৌধুরী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
দেশীয় মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখুন: বিজনেস স্ট্যান্ডার্ড, দেশ রূপান্তর, জনকণ্ঠ, সংবাদ প্রকাশ, ঢাকা পোস্ট, নিউজ বাংলা২৪, ডেইলি বাংলাদেশ, জুম বাংলা এবং এবিনিউজ২৪।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হুজেফা কাপাডিয়া চঞ্চল চৌধুরীকে প্রশংসা করে ফেসবুকে কোন পোস্ট দেননি এবং মুন্না ভাই এমবিবিএস এর নেক্সট সিকুয়েলে চঞ্চল চৌধুরী থাকার বিষয়টি গুজব।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, মূলধারার গণমাধ্যম The Daily Star এর গত ২৯ আগস্ট প্রকাশিত I am not in ‘Munna Bhai 3’: Chanchal Chowdhury clarifies শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

গুজবের সূত্রপাত
অনুসন্ধানে, ডিজনি ও হটস্টারের ক্রিয়েটিভ কমিউনিকেশনের প্রধান (মার্কেটিং) Huzefa kapadia নামে তৈরিকৃত একটি আইডি থেকে গত ২৭ আগস্ট চঞ্চল চৌধুরীকে ট্যাগ করে প্রশংসা সূচক একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব সিরিজ “কারাগার” এ তার অভিনয় এবং চোখের দৃষ্টির ভূয়সী প্রশংসা করে ওয়েব সিরিজটির কিছু অংশের এডিট করা ভিডিও যুক্ত করা হয় এবং মুন্না ভাই আপনাকে খুঁজছে সেই সাথে সামনে বড় কিছু হতে যাচ্ছে এমন ইঙ্গিত দেওয়া হয় পোস্টটিতে।
পরবর্তীতে, অভিনেতা চঞ্চল চৌধুরীর অফিশিয়াল ফেসবুক আইডি থেকে উক্ত পোস্টটি শেয়ার করা হলে অভিনেতা চঞ্চল চৌধুরীকে প্রশংসা করেছে হুজেফা কাপাডিয়া এবং ‘মুন্না ভাই এমবিবিএস এর নেক্সট সিকুয়েলে থাকছেন চঞ্চল চৌধুরী’ শীর্ষক একটি গুঞ্জন দেশীয় মূলধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উক্ত গুঞ্জন পরবর্তী সময়ে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা চঞ্চল চৌধুরী মুন্না ভাই এমবিবিএস এর নেক্সট সিকুয়েলে থাকার দাবিটিকে গুজব বলে নিশ্চিত করেন।

পরবর্তীতে, অভিনেতা চঞ্চল চৌধুরীকে প্রশংসা করে পোস্ট দেওয়া Huzefa Kapadia নামের আইডিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আইডিটির প্রফাইলে থাকা ছবিটি Huzefa Kapadia-র নয়। হুজেফা কাপাডিয়া একজন ছেলে হলেও উক্ত প্রোফাইলে একজন নারীর ছবি সংযুক্ত করা। অনুসন্ধানের মাধ্যমে Huzefa Kapadia এর আসল ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যায় এবং আইডিটি পর্যবেক্ষণ করে চঞ্চল চৌধুরী সম্পর্কিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন।
অর্থাৎ অভিনেতা চঞ্চল চৌধুরীকে প্রশংসা করে পোস্ট দেওয়া Huzefa Kapadia নামের আইডিটি ভুয়া।
মূলত, ডিজনি ও হটস্টারের ক্রিয়েটিভ কমিউনিকেশনের প্রধান (মার্কেটিং) হুজেফা কাপাডিয়া নামে তৈরিকৃত একটি ফেক আইডি থেকে চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করে একটি পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে চঞ্চল চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেয়ার করলে এই গুজবের সৃষ্টি হয়। উক্ত পোস্টে মুন্না ভাই নিয়ে একটি কথা থাকায় ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার সিকুয়েলে চঞ্চল চৌধুরী থাকার গুজবটি ছড়ায়। তবে চঞ্চল চৌধুরীর মুন্না ভাই এমবিবিএস এর সিকুয়েলে থাকার বিষয়টিকে ইতোমধ্যে গুজব বলে দ্য ডেইলি স্টার- এ নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
উল্লেখ্য, রাজকুমার হিরানী পরিচালিত মুন্না ভাই এমবিবিএস সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়। ২০০৬ সালে সিনেমাটির সিকুয়েল লাগে রাহো মুন্না ভাই নির্মাণ করা হয়। উভয় সিনেমাতে মুন্না ভাই হিসেবে অভিনয় করেন সঞ্জয় দত্ত।
সুতরাং, অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘Munna Bhai MBBS’ এর নেক্সট সিকুয়েলে থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star News: I am not in ‘Munna Bhai 3’: Chanchal Chowdhury clarifies
- IMDB: Munna Vai
- IMDB (2): Lage Raho Munna Bhai