ঢালাই মেশিন থেকে লাশ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের

সম্প্রতি, বাংলাদেশে ঢালাই মেশিনের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঢালাই মেশিনবহনকারী গাড়ি থেকে কংক্রিট ঢালার সময় তা থেকে কংক্রিটের পাশাপাশি একটি লাশও বের হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢালাই মেশিন থেকে লাশ উদ্ধারের এই ভিডিওটি বাংলাদেশের কোনো স্থানের নয়। প্রকৃতপক্ষে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্টো ডোমিঙ্গো নর্তে নামক এলাকায় ২০১৭ সালে ঢালাই মেশিন থেকে লাশ উদ্ধারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন কোনো লাশ উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ডোমিনিকান গণমাধ্যম Noticias SIN-এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৬ মার্চ প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি পর্যালোচনা করে এতে আলোচিত লাশ উদ্ধারের ভিডিওটি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে প্রতিবেদনটি ইংরেজিতে ভাষান্তরের মাধ্যমে জানা যায়, উক্ত লাশ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ডোমিনিকান প্রজাতন্ত্রের। ভিডিওতে দেখতে পাওয়া ঢালাই মেশিনটি CEMEX Dominicana নামের একটি প্রতিষ্ঠানের। ঢালাই মেশিনের গাড়িটি কয়েকদিন যাবৎ একটি নির্মাণাধীন সাইটে ছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানটি সেসময় এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে একটি বিবৃতিও দেয়। তবে লাশটি কার সে বিষয়ে প্রতিবেদনটি প্রকাশ হওয়া অব্দি নিশ্চিত হওয়া যায়নি বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। 

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Diario Libre নামের আরেকটি ডোমিনিকান গণমাধ্যমের ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢালাই মেশিন থেকে লাশ উদ্ধারের ভিডিওটি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদের কথোপকথন থেকে জানা যায়, ঘটনাটি চার্ল ডি গল অ্যাভিনিউয়ের গ্যাস স্টেশনের নিকট অবস্থিত সাবানা পেরদিদা সেক্টরের একটি নির্মাণ সাইটে ভিডিওটি ধারণ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ঢালাই মেশিনটি সিমেক্স ডোমিনিকানা নামের একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি এ ঘটনায় একটি প্রেস বিবৃতি প্রকাশের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিবৃতিতে জানানো হয়, ঢালাই মেশিনের গাড়িটি চারদিন যাবৎ একটি নির্মাণ সাইটে ছিল যার কারণে উক্ত ঘটনার সাথে তাদের কোনো সংযোগ নেই। উক্ত প্রতিবেদনে সিমেক্স ডোমিনিকানা নামের প্রতিষ্ঠানটির বিবৃতি সম্বলিত এক্স পোস্টও দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একাধিক অনলাইন পোর্টালে এঘটনায় প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, সাবানা পেরদিদা সেক্টরটি ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্টো ডোমিঙ্গো নর্তে নামক এলাকায় অবস্থিত। এমন প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে

সুতরাং, ডোমিনিকান প্রজাতন্ত্রে ঢালাই মেশিন থেকে লাশ উদ্ধারের পুরোনো ঘটনার ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img