সম্প্রতি, “সিলেটে বন্যার কিভাবে গরু ছাগল ভেসে যাচ্ছে” শীর্ষক শিরোনামে সিলেটের বন্যার পানিতে গরু ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ।
ইউটিউবে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যায় গরু ভেসে যাওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ে সিলেটের বন্যার নয় বরং এটি মেক্সিকোর ২০২০ সালের পুরনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, মেক্সিকান গণমাধ্যম Imagen Television এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৮ জুলাই ‘Overflow of the Zacualpan River in Nayarit drags cattle | From Pisa and Run’ (অনুবাদিত) শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচিত ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে লেখা রয়েছে, These are the images of the overflow of the Zacualpan River in Nayarit that dragged the cattle from the area after the passage of “Hanna”. (অনুবাদিত)
একই ভিডিওটি, Imagen Television এর ফেসবুক পেজেও একই দিনে These are the images of the overflow of the Zacualpan River in Nayarit that dragged the cattle from the area after the passage of “Hanna” (অনুবাদিত) শিরোনামে প্রকাশ করা হয়।
পাশাপাশি, adn40Mx নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০২০ সালের ২৯ জুলাই “Cattle dragged by the current in Nayarit” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে একই ভিডিও সম্বলিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, বার্তা সংস্থা এপি এর ওয়েবসাইটে ২০২০ সালের ২৯ জুলাই “Video of cattle being dragged down a river was not recorded in Nuevo León or Tamaulipas, Mexico” (অনুবাদিত) শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
আরো পড়ুনঃ সিলেটে ডাকাত আটকের ভিডিওটি পুরোনো
মূলত, ২০২০ সালের জুলাই মাসে পশ্চিম মেক্সিকোর নায়ারিতের বেশ কয়েকটি স্থান প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। সেই সময়ে বন্যার পানিতে গরু ভেসে যাওয়ার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সিলেটে বর্তমান বন্যা পরিস্থিতিতে পানির তোড়ে ভেসে গিয়ে জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯টি গবাদিপশু মারা গেছে। জেলা কার্যালয়ের তথ্যমতে, ২১ জুন ২০২২ পর্যন্ত বন্যায় সিলেটে ৭১০টি খামার ডুবে গেছে। পানিতে ভেসে গেছে ১ হাজার ৯৯১ টন খড় ও ২ হাজার ৯৫৯ টন ঘাস। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় প্রাণিসম্পদের ক্ষতির পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা।চলমান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসবে কোম্পানীগঞ্জ উপজেলার কথা উল্লেখ করা হয়।
সুতরাং, ২০২০ সালে মেক্সিকোতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গরু ভেসে যাওয়ার পুরোনো দৃশ্যকে সাম্প্রতিক সময়ে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Imagen Television YouTube: https://www.youtube.com/watch?v=Xl2ntLGkOQo
- Imagen Television Facebook: https://www.facebook.com/watch/?extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=582154745709039
- adn40Mx YT Video: https://www.youtube.com/watch?v=Mw0xHZz6a3I
- AP News: https://apnews.com/article/ap-verifica-9127634440
- Newsbangla24: সিলেটে গবাদিপশুর মৃতুর