সম্প্রতি, “ছিনতাইকারী মানেই বাংলাদেশ চুরি-ডাকাতি মানেই বাংলাদেশ, বাহ ইউনুস চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশে কোনো ছিনতাইয়ের ঘটনার নয় বরং এটি মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকায় ছিনতাইয়ের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘MUI News’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ আগস্ট “Viral Video Shows Thief on Motorcycle Attempting Phone Snatch in Cairo’s Al Amiriya” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চ করে আরবি নিউজ পোর্টাল ‘nabd’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৬ আগস্ট “আল-ওয়াফেদ গেট | আল-আমিরিয়া এলাকায় চোর গ্রেপ্তার… তিনি এক নাগরিকের কাছ থেকে চুরি করেছেন এবং তাকে অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন।” (অনূদিত) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নিরাপত্তা বাহিনী আল-আমিরিয়ায় এক চোরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি একজন নাগরিকের কাছ থেকে মোবাইল ফোন চুরি করার সাথে সাথে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তি একজন ডেলিভারি কর্মী। (অনূদিত)
মিশরের বিভিন্ন স্থানীয় গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ (১,২,৩) প্রচার করেছে।
অর্থাৎ, ছিনতাইয়ের ভিডিওটি বাংলাদেশের নয়।
সুতরাং, মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকায় ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।