শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেননি

সম্প্রতি, “বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট সমর্থন দিয়েছেন” শীর্ষক একটি তথ্য গণমাধ্যমের শিরোনামের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেননি বরং ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নে আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন। 

অনুসন্ধানে জানা যায়, ১৩ ডিসেম্বর মধ্যরাতে চলমান কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এর আগে গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে ব্রাজিল। ব্রাজিলের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গতকাল (১২ ডিসেম্বর) ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, “আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।”

অর্থাৎ, ফার্নান্দো সার্নে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনাকে সমর্থন করেছেন।

অনুসন্ধানে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মৌরাও আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার বিষয়ে ব্রাজিলের স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খুঁজে কোনো সংবাদ পাওয়া যায়নি। 

বিভ্রান্তির সৃষ্টি কীভাবে?

মূল ধারার গণমাধ্যম ‘Jamuna Tv’ এর ওয়েবসাইটে গত ১২ ডিসেম্বর “সেমিফাইনালে আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিবো: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট” (আর্কাইভ) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রতিবেদনের শিরোনামে আর্জেন্টিনার প্রতি সেমিফাইনালে ‘ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের’ সমর্থনের কথা বলা হলেও মূল প্রতিবেদনে আর্জেন্টিনার প্রতি ‘ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট’ সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করা হয়। 

উক্ত প্রতিবেদন পরবর্তীতে যমুনা টিভির মূল ফেসবুক পেজ (আর্কাইভ) এবং খেলা বিষয়ক অফিশিয়াল পেজে (আর্কাইভ) প্রকাশিত হয়।

যমুনা টিভিতে প্রচারিত বিভ্রান্তিকর শিরোনামের ফলশ্রুতিতে অনেক ফেসবুক ব্যবহারকারী শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করেন।

ফলে, মূল ঘটনা ‘ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের’ সমর্থনের বিষয়ে হলেও শিরোনামে শুধু ‘ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট’ উল্লেখ করে তথ্যটি প্রচার করায় নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।

মূলত, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে চলমান বিশ্বকাপ মিশন শেষ করেছে ব্রাজিল। গতকাল (১২ ডিসেম্বর) ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। পরবর্তীতে ‘যমুনা টিভি’ এ বিষয়ে “সেমিফাইনালে আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিবো: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে তাদের ফেসবুক পেজে সেটি শেয়ার করে। অনেক ফেসবুক ব্যবহারকারী শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করেন। ফলে, মূল ঘটনা ‘ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের’ সমর্থনের বিষয়ে হলেও শিরোনামে শুধু ‘ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট’ উল্লেখ করে তথ্যটি প্রচার করায় নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।

সুতরাং, বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নের আর্জেন্টিনাকে সমর্থনের খবরকে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img