ব্রাজিল বনাম আর্জেন্টিনার ১০-১ গোলের ফলাফলের ভিডিওটি এডিটেড

সম্প্রতি ‘মনে আছে ম্যাচটির কথা, ব্রাজিল ১০- আর্জেন্টিনা ১‘ শীর্ষক শিরোনামে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানেএখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ম্যাচের আলোচিত ফলাফলটি সত্য নয় বরং প্রচারিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি প্যারোডি ভিডিও।

 কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ব্রুজু এফএক্স (Brujo FX) নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৪ নভেম্বর “Brasil 10 vs Argentina 1 – Amistoso Internacional – “SIN MESSI NO SOMOS NADA” – Parodia / Highlights” শীর্ষক শিরোনামে প্রকাশিত ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ম্যাচের ভিডিও পাওয়া যায়। ইংরেজিতে ক্যাপশনটির অনুবাদ (গুগল) দাঁড়ায়, ” Brazil 10 vs Argentina 1 – Friendly International – “WITHOUT MESSI WE ARE NOTHING” – Parody / Highlights.” বাংলা অনুবাদ দাঁড়ায়, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলার ফলাফল (১০-১)। মেসি ছাড়া আমরা কিছুই না- প্যারোডি/ হাইলাইটস।

ইউটিউবে প্রচারিত এই ভিডিওটির শুরুতে এটিকে রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর কোয়ালিফায়ার হিসেবে দেখানো হয়েছে। তবে অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই কোয়ালিফায়ারটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১১ নভেম্বর। এই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে ৩-০ গোলের ব্যবধানে হারায়৷ 

এছাড়া ভিডিওটির বিস্তারিত বিবরণীতে দেখা যায়, সেখানে ম্যাচটিকে ১১ নভেম্বরের ম্যাচের ভবিষ্যৎবানী হিসেবে দাবি করে বলা হয়েছে, ভবিষ্যৎবানী সত্য হলো।

মূলত, ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথকে উপজীব্য করে বিনোদনের উদ্দেশ্যে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের একটি প্যারোডির ভিডিওকে আর্জেন্টিনার  বিপক্ষে ব্রাজিলের ১০-১ ব্যবধানে জেতার বাস্তব ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া ইতোপূর্বে আর্জেন্টিনা ১০-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

প্রসঙ্গত, ব্রাজিল-আর্জেন্টিনার এই দ্বৈরথে দুই দেশের সর্বোচ্চ গোল ব্যবধানে জয়ের রেকর্ড অনুসন্ধানে, ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল-এ ২০১৯ সালের ১৫ নভেম্বর ”Brazil & Argentina: Over 100 years of a great rivalry” শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা ১৯৪০ সালে ৬-১ ব্যবধানে, বিপরীতে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে ১৯৪৫ সালে ৬-২ ব্যবধানে জয়লাভ করেছিল। দুই দলের এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে এটিই দুই দলের সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড। 

সুতরাং, ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথকে উপজীব্য করে বিনোদনের উদ্দেশ্যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা একটি ভিডিওকে বাস্তব খেলার ফলাফলের ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Brujo FX YouTube: “Brasil 10 vs Argentina 1 – Amistoso Internacional – “SIN MESSI NO SOMOS NADA” – Parodia / Highlights”

Goal.com: ”Brazil & Argentina: Over 100 years of a great rivalry”

The Guardian: Brazil 3-0 Argentina

আরও পড়ুন

spot_img