সম্প্রতি, “গতকাল ইডেনের ঘটনাকে সবাই ছি!ছি বলে ধিক্কার জানানোর সময় আকস্মিকভাবে ব্রাক ইউনিভার্সিটি এর নামের “C” খসে পড়ে। এটিকে ব্রাকের নিরব প্রতিবাদ বলছেন নেটিজেনরা” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আকস্মিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটির নামফলক থেকে ‘C’ শব্দটি খসে পড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয় বরং ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ছবি শেয়ারিং প্লাটফর্ম ‘Pinterest’ এ “Skyscraper, BRAC University main campus” শীর্ষক শিরোনামে হুবহু একই ছবির অস্ত্বিত্ব খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ফেসবুকে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Dhaka North 20 Number Ward’ নামের একটি ফেসবুক পেজে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে “ব্রাক ইউনিভার্সিটি | ছবি : Mr. Safayet” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম “Prothom Alo” এর ওয়েবসাইটে ২০২১ সালের ০৮ এপ্রিলে “বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়ার অভিযাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবির ব্যবহার পরিলক্ষিত হয়।
মূলত, ব্র্যাক ইউনিভার্সিটির ফটকসহ ভবনের পুরোনো একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে অর্থাৎ ‘Brac’ এর ‘C’ বর্ণটি মুছে দিয়ে সাম্প্রতিক সময়ে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে “আকস্মিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটির নামের ‘C’ বর্ণটি খসে পড়েছে” শীর্ষক দাবিতে ব্যাঙ্গাত্নক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা এবং একই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে ১৬ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সুতরাং, ব্র্যাক ইউনিভার্সিটির ফটকসহ ভবনের পুরোনো একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ পূর্বক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তা বিকৃত করে Brac শব্দটি থেকে শুধুমাত্র ‘C’ বর্ণটি মুছে দিয়ে ইডেন কলেজের সংঘর্ষের ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির নিরব প্রতিবাদ দাবিতে ব্যাঙ্গাত্নক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Pinterest: Skyscraper, BRAC University main campus
- Dhaka North 20 Number Ward FB: ব্রাক ইউনিভার্সিটি | ছবি : Mr. Safayet
- Prothom Alo: বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়ার অভিযাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটি
- Prothom Alo: ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিসহ আহত ১০
- Prothom Alo: ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা, সঙ্গে ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার