নিউইয়র্কে পাকিস্তানের পতাকা হাতে বিএনপির সমর্থকদের বিক্ষোভ করার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সমর্থকরা পাকিস্তানি পতাকা হাতে বিক্ষোভ করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও এবং ভিডিওর কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

পতাকা হাতে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবির ওপর  “নিউইয়র্কে বিএনপির মিছিলে পাকিস্তানের জাতীয় পতাকা কেন?” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ওয়েবসাইটে একটি উপসম্পাদকীয়ও প্রকাশিত হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘের সদরদপ্তরের সামনে পাকিস্তানের পতাকা হাতে বিএনপি সমর্থকদের মিছিল করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকরা একই স্থানে একই দিনে তাদের দেশের পতাকা হাতে বিএনপির পাশেই বিক্ষোভ করেছিল। 

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ এর ইউটিউব চ্যানেলে গত ২২ সেপ্টেম্বর “LIVE | New York Protest, In Front of United Nation’s Building” শিরোনামের একটি লাইভ ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ভিডিও থেকে জানা যায়, পাকিস্তানে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জাতিসংঘের সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেন তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা।

ভিডিওটি বিশ্লেষণ করে তেহরিক-ই-ইনসাফের বিক্ষোভস্থলের পাশেই বাংলাদেশের পতাকা হাতে আরও কিছু বিক্ষোভকারী দেখতে পাওয়া যায়।

Indication By Rumor Scanner

পরবর্তীতে পাকিস্তানের সংবাদমাধ্যম PakTv 24 এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর “PTI Imran Khan’s Overseas Pakistani Protest Outside UN Office During PM Mohsin Kakar Speech” শীর্ষক শিরোনামের আরও একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওতেও জাতিসংঘের সদরদপ্তরের সামনে পিটিআই এর বিক্ষোভস্থলের পাশেই বাংলাদেশের পতাকা দেখা যায়। 

Indication By Rumor Scanner

এছাড়া, পাকিস্তানের সংবাদমাধ্যম AAP Digital এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত  “PTI Protest at United Nation | UN | United Nation” শিরোনামের অপর একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওতেও থেকেই একই তথ্য জানা যায়।

Indication By Rumor Scanner

TV One USA নামের একটি ফেসবুক পেজে পোস্টকৃত একটি ভিডিওতে পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই এর বিক্ষোভস্থলের পাশে বাংলাদেশের পতাকা হাতে বিএনপি সমর্থকদের দেখা যায় এবং তাদের মাঝে ডিভাইডার লক্ষ্য করা যায়।

Source: Tv One USA

পাশাপাশি, Mhabub Ahmed নামের এক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওতেও বিএনপি এবং পাকিস্তানের পিটিআই পাশাপাশি অবস্থানে বিক্ষোভ করার বিষয়টি লক্ষ্য করা যায়।

Indication By Rumor Scanner

Faruk Hossain নামের একটি ফেসবুক আইডির একটি ভিডিও থেকে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেদিন পাশাপাশি স্থানে পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের কিছু বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানা যায়। ভিডিওর ধারাবিবরণী থেকে আরও জানা যায় যে, পাকিস্তানি বিক্ষোভকারীরা পাকিস্তানের জাতীয় পতাকা হাতে এবং বিএনপি সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।

Source: Faruk Hossain Facebook Profile 

এছাড়াও, উক্ত বিক্ষোভে বিএনপির মিছিলের একাধিক ভিডিও বিশ্লেষণ করে তাদের সমর্থকদের হাতে পাকিস্তানি পতাকা দেখা যায়নি। 

অর্থাৎ, নিউইয়র্কে পিটিআই এবং বিএনপি সমর্থকদের করা লাইভ, ভিডিও এবং গণমাধ্যমের প্রচারিত ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, জাতিসংঘের সদরদপ্তরের সামনে বিএনপির সদস্যরা পাকিস্তানের পতাকা হাতে বিক্ষোভ করেনি। পাশাপাশি স্থানে  পাকিস্তানের রাজনৈতিক সংগঠন পিটিআই সমর্থকরা পাকিস্থানের বিক্ষোভ করায় আলোচিত ভুল দাবির সূত্রপাত হয়েছে বলে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

মূলত, গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সদরদপ্তরের সামনে একই সময়ে একই স্থানে পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই এবং বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি নিজ নিজ দেশের পতাকা ও নিজ নিজ দাবির প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। তাদের বিক্ষোভের স্থানের মাঝে ডিভাউডার লক্ষ্য করা যায়, যার এক পাশে বিএনপি, অন্যপাশে পিটিআই সমর্থকরা বিক্ষোভ করে। পাশাপাশি বিক্ষোভ করার সময়ে এলোমেলো অবস্থায় ধারণকৃত ফুটেজ প্রচার করার মাধ্যমে বিএনপি সমর্থকরা পাকিস্তানি পতাকা হাতে বিক্ষোভ করেছে শীর্ষক ভুয়া দাবি প্রচারিত হয়। প্রকৃতপক্ষে, বিএনপি সমর্থকরা বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করেছে এবং উক্ত স্থানে পাকিস্তানের পতাকা হাতে মূলত ইমরান খানের পিটিআই সমর্থকরা বিক্ষোভ করেছিল। উল্লেখ্য, ঐ দিন জাতিসংঘের সামনে উক্ত স্থানে আওয়ামী লীগ সমর্থকরাও বিক্ষোভ করেছে। তাছাড়া একই স্থানে চীন, ইসরায়েলসহ অনেক দেশের মানুষই অবস্থান নিয়ে তাদের দাবি জানায় কিংবা বিক্ষোভ করে।

সুতরাং, জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপি সমর্থকরা পাকিস্তানের পতাকা হাতে মিছিল করেছে দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img