ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরই প্রেক্ষিতে গত ৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। পোস্টটিতে বলা হয়, “আগামী ১০ নভেম্বর ২০২৪, রবিবার, বিকাল ৩টায় শহিদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।” এরই প্রেক্ষাপটে গত রাতে “মঞ্চ তৈরির কাজ শেষ মুহূর্তে । জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত হোক।” শিরোনামে নির্মাণাধীন মঞ্চের ছবি প্রচার করা হয়েছে। দাবি করা হচ্ছে, এগুলো আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঘিরে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি উপলক্ষে তৈরি মঞ্চের ছবি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে তৈরি মঞ্চের নয় বরং এগুলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ০৮ নভেম্বরে বিএনপির কর্মসূচির জন্য তৈরি মঞ্চের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল (কেন্দ্রীয় কার্যালয়), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল এবং তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে গুগল ম্যাপ ও গণমাধ্যমে প্রচারিত নানা স্থিরচিত্র বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয় উক্ত জায়গাটি আদতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের স্থান। উল্লেখ্য যে, এটি বিএনপির অঙ্গসংগঠনগুলোরও কেন্দ্রীয় কার্যালয়।
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সূত্রপাত জানতে রিভার্স ইমেজ সার্চ করলে Md. Abdus Satter Patuary নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৮ নভেম্বর প্রথম প্রহরে রাত ২ টায় প্রচারিত একটি পোস্টে উল্লিখিত ছবি দুইটিসহ মোট তিনটি ছবির সংযুক্তি পাওয়া যায়৷ পোস্টটির ক্যাপশনে বলা হয়, “মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।” ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে জানা যায়, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য। প্রচারিত ছবিগুলোতেও তার উপস্থিতি দেখতে পাওয়া যায়। তার অন্যান্য ফেসবুক পোস্ট বিশ্লেষণ করলে জানা যায়, প্রচারিত ছবিগুলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় গত ৮ নভেম্বর বিএনপির কর্মসূচি উপলক্ষে মঞ্চ নির্মাণ তদারকির সময় ধারণ করা হয়েছে। তাছাড়া, বৃহস্পতিবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী র্যালির আয়োজনের মঞ্চ নির্মাণ তদারকি করছেন, তা গণমাধ্যম সূত্রেও নিশ্চিত হওয়া যায়।
উল্লেখ্য যে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৮ নভেম্বর র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ৮ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। বিকেল সোয়া ৩টার দিকে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন ও র্যালির উদ্বোধন করেন।
সুতরাং, প্রচারিত মঞ্চ নির্মাণের ছবিগুলো আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে তৈরি মঞ্চের শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Md. Abdus Satter Patuary – Facebook Post
- Jagonews24.com – ঢাকায় বিএনপির র্যালি দুপুরে, ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি
- The Daily Star – শাহবাগ হয়ে মানিক মিয়ার পথে বিএনপির র্যালি
- Rumor Scanner’s own analysis