সম্প্রতি, আওয়ামী লীগের কর্মী সন্দেহে বিএনপির নেতাকর্মীরা একজন বয়স্ক মহিলাকে থাপ্পড় দিয়ে হত্যা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের কর্মী সন্দেহে বিএনপির নেতাকর্মীদের বয়স্ক মহিলাকে থাপ্পড় মেরে হত্যা করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মারধরের শিকার ওই নারী নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবি করেন। তবে থাপ্পড়ের ঘটনায় তিনি জ্ঞান হারালেও মারা যাননি।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেলে গত ২ সেপ্টেম্বর জিয়ার মাজারে অজ্ঞান আ.লীগ নেত্রী, জ্ঞান ফেরাতে পুলিশের কাণ্ড! শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটিও আলোচিত ওই মহিলাকে থাপ্পড় মারার ঘটনার। এখানেও তাকে থাপ্পড় মারতে দেখা যায়। পরবর্তীতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে লাত্থিও মারতে দেখা যায়। ভিডিওটি পর্যালোচনা করে এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায়, ওই মহিলা শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে লোক নিয়ে মাটি খুঁড়ছিলেন। এজন্য উপস্থিত জনগণ তাকে মারধর করেন।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেলে গত ১ সেপ্টেম্বর একই ঘটনায় প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীর দেওয়া বয়ান অনুযায়ী, মারধরের শিকার ওই মহিলা জিয়াউর রহমানের মাজারের পাশে দুইটা লোক নিয়ে কোঁদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন। এসময় প্রত্যক্ষদর্শী মহিলা তাকে মাটি খুঁড়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা জিয়াউর রহমানের কবর না। এটা একটা ভুয়া কবর। কয়েকটা হাড্ডি নিয়ে এসে এখানে কবর দেওয়া হয়েছে।
এসময় এসব নিয়ে উপস্থিত জনতার সাথে তার বাগবিতণ্ডার এক পর্যায়ে একজন তাকে থাপ্পড় মারেন। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা তাকে সুস্থ করে হাসপাতালে নিয়ে যান বলে ভিডিওটি থেকে জানা যায়। এর আগে বাগবিতণ্ডার সময় উপস্থিত জনতা তার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি জানান সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
জাগোনিউজ২৪-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত বিএনপির কয়েকজন নেতা-কর্মী দাবি করেছেন, ওই নারী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর খুঁজে দেখার চেষ্টা করেছিলেন। তারা জানান, নারীটি বলছিলেন, এখানে জিয়াউর রহমানের লাশ নেই।
ঢাকা মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক গণমাধ্যমটিকে জানান, দীর্ঘসময় অজ্ঞান অবস্থায় ওই নারী সড়কে পড়ে ছিলেন কিন্তু কেউ তাকে উদ্ধার করেননি। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। উদ্ধার হওয়া নারীর নাম সালমা বেগম, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার বাসিন্দা।
সুতরাং, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজন বয়স্ক মহিলাকে থাপ্পড় মেরে হত্যা করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Protidiner Bangladesh Youtube Channel: জিয়ার মাজারে অজ্ঞান আ.লীগ নেত্রী, জ্ঞান ফেরাতে পুলিশের কাণ্ড!
- Daily Rupali Bangladesh Youtube Channel: জিয়ার মাজার খুঁড়তে আসা আওয়ামী লীগ নেত্রীকে থা’প্পর-লাঠিপে’টা
- Jagonews24: জিয়া উদ্যানে জ্ঞান হারিয়ে ফেললেন এক নারী
- Dhaka Mail: জিয়ার সমাধিতে জ্ঞান হারালেন এক নারী
- Rumor Scanner’s Analysis