বিএনপি নেতা হারুন অর রশীদের চাঁদাবাজি করতে উৎসাহিত করে দেওয়া বক্তব্য সম্পাদনা করে প্রচার 

সম্প্রতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে শোনা যাচ্ছে, হারুন অর রশীদ নেতাকর্মীদের চাঁদাবাজি করতে বলছেন এবং টাকা ভাগাভাগি করে নিতে বলেছেন। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নেতাকর্মীদের চাঁদাবাজি করতে উৎসাহিত করেননি বরং, চাঁদাবাজি না করে হালালভাবে ব্যবসা করতে বলেছেন। প্রকৃতপক্ষে, চাঁদাবাজির বিরুদ্ধে দেওয়া তার বক্তব্যের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে MK Tune নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১৩ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওতে হারুন অর রশীদকে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি নেতাকর্মীদের চাঁদাবাজি ছেড়ে হালাল ভাবে ব্যবসায় করতে বলেছেন। এছাড়া, নেতাদের বলেছেন ব্যবসা করে লাভের টাকা থেকে দল এবং দলের নেতাকর্মীদের জন্যও দিতে। 

অর্থাৎ, তিনি চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন। 

এছাড়া, হারুন অর রশীদের নামে তার এডমিন দ্বারা পরিচালিত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ ফেব্রুয়ারি করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ভিডিওটি সম্পাদনা করে তৈরি করে গুজব প্রচার করা হচ্ছে বলে দাবি করেন। 

সুতরাং, চাঁদাবাজি করতে নেতাকর্মীদের উৎসাহিত করে হারুন অর রশীদের বক্তব্যটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img