যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিএনপি-আওয়ামী লীগের সাম্প্রতিক সংঘর্ষ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রতিনিধি দল। নিউ ইয়র্কে তাদের এই আগমনকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল। ড. ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একই সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দেন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর থেকে ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামীলীগ বিএনপির ব‍্যপক মারামারি’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিশ্বব্যাংকের সদরদপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম প্রতিদিনের বাংলাদেশ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০২ মে ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের ১২ জন আহত’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়৷ 

পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০২ মে ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷ 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১ মে ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির সময় বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়েছিল মার্কিন পুলিশকে। সেদিন বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। এ সময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছিল যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তৎকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছিলেন। এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল, যাতে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়। পরে ওয়াশিংটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছিল।

এই বিষয়ে মানবজমিনের ওয়েবসাইটে ২০২৩ সালের ০২ মে ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি, সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়৷ 

সুতরাং, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img