সম্প্রতি, মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ৮ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ৮৯৯৯ টাকা বোনাস দিচ্ছে হচ্ছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশের ৮ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ৮৯৯৯ টাকা বোনাসের দাবিটি সঠিক নয় বরং বিকাশের লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরির মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে বিকাশের ৮ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে তৈরি বোনাসের অফার দেওয়া আলোচিত ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু সেসময় ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিকাশের এমন কোনো ক্যাম্পেইন চালু আছে কিনা তা জানার চেষ্টা করে রিউমর স্ক্যনার।
বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে বিকাশের ৮ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে গ্রাহকদের ৮৯৯৯ টাকা বোনাস দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালে শর্তসাপেক্ষে ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। যেসব গ্রাহক ২০২২ সালের ২১ জুলাই কিংবা তার আগে বিকাশে রেজিস্ট্রেশন করেছেন, তারা নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ ছিল।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো অফারের সাথে বিকাশ-এর কোনো সম্পৃক্ততা নেই। সন্দেহজনক যেকোনো লিংকের মাধ্যমে কোন ধরনের লেনদেন বা কার্যক্রম না করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের অনুরোধ করা হয়।
সুতরাং, বিকাশের ৮ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ৮৯৯৯ টাকা বোনাস দেয়া হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Bkash – 12 years of bKash: an era of empowerment
- Bkash – এক যুগ পূর্তিতে বিকাশ নিয়ে এলো দারুণ অফার!
- Statement from Bkash
- Rumor Scanner’s own analysis