সম্প্রতি “শত বাধা ও হামলা উপেক্ষা করে খুলনা বিভাগীয় গণসমাবেশে বিএনপি’র নেতা-কর্মীরা ট্রেনযোগে যোগদানের উদ্দেশ্যে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি খুলনার গনসমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি’র নেতা-কর্মীদের ট্রেনে করে যাওয়ার ঘটনার নয় বরং এটি এটি ২০২০ সালের বিশ্ব ইজতেমা শেষে মুসল্লীদের বাড়ি ফেরার ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, যুক্তরাষ্ট্র ভিত্তিক মাসিক ম্যাগাজিন স্মিথসোনিয়ান-এর ওয়েবসাইটের ফটো কনটেস্ট সেকশনে “Massive gathering on a local train” শীর্ষক শিরোনামে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বর্ণনা থেকে জানা যায়, ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত তিনদিনের বিশ্ব ইজতেমা শেষে মুসলমান ধর্মাবলম্বীরা উপচে পড়া ট্রেনে বাড়ি ফেরার সময় ছবিটি ধারণ করা হয়েছে। বর্ণনা মতে, ছবিটি ২০২০ সালের ০১ জানুয়ারি ধারণ করা হয়েছে এবং এর সত্ত্বাধিকার রায়হান আহমেদ।
পরবর্তীতে, উক্ত নামের সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে রায়হান আহমেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২০ সালের ১৮ জানুয়ারি একই ছবি খুঁজে পাওয়া যায়।
বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রায়হান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন,
“ছবিটি ২০২০ এর ইজতেমাতে তুলেছিলাম”
~ Ryhan Ahmed
মূলত, ২০২০ সালে টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার সময়ে ধারণকৃত একটি পুরোনো ছবিকে খুলনায় গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি’র নেতা-কর্মীদের ট্রেনে করে যাওয়ার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ২০২০ সালে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার সময়ে ধারণকৃত ছবিকে খুলনায় বিএনপির গণসমাবেশে যোগদানের জন্য ট্রেনে করে যাওয়ার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- Smithsonianmag – Massive gathering on a local train
- Rayhan Ahmed on Instagram – https://www.instagram.com/p/B7d7Ra6gOGq/
- Statement of Rayhan Ahmed