মাদকসহ আটক ব্যক্তিকে বিজিবি সদস্য কর্তৃক মারধরের ভিডিওকে সাধারণ মানুষের ওপর সেনাবাহিনীর নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি “সেনাবাহিনীর বীরত্ব নিরস্ত্র মানুষের উপর। দেখুন কিভাবে মানুষ কেমেরার সামনে খুন করতে যাচ্ছিল। শুনুন তাদের ভাষা! হয়ত, কেমেরা ছিল বলে লোকটা বেঁচেগেলো। ছি সেনাবাহিনী, ছিঃ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সাধারণ মানুষকে নির্যাতনের নয় বরং, দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক এক ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক মারধরের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল  ‘জনপদ সংবাদ’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ২০ জুন তারিখে ‘৮০ পিছ নি’ষি’দ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ ১ জনকে দিনাজপুর থেকে আ’ট’ক করেছে বিজিবি।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ২৮ সেকেন্ড অংশ থেকে ৩৭ সেকেন্ড হুবহু অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পরবর্তী, একই ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল ঠাকুরগাঁও সংবাদের ওয়েবসাইটে গত ১৯ জুন “দিনাজপুরের বোচাগঞ্জে ৮০পিছ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে বিজিবি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ জুন বোচাগঞ্জ উপজেলার ৫নং- ছাতইল ইউনিয়নের মাহের পুর বাজার থেকে আফসার আলী নামে এক ব্যক্তিকে ৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ৮০ সিসি ডায়াং রানার মোটরসাইকেল সহ আটক করে বিজিবি। 

সেসময় এ বিষয়ে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম সংবাদ (, , ) প্রচার করে। 

সুতরাং, দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক এক ব্যক্তিকে বিজিবি কর্তৃক মারধরের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সাধারণ মানুষকে নির্যাতনের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img