ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করমর্দন করছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ড. ইউনূস করমর্দনের ছবিটি বাস্তব নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন ব্যক্তির ছবিতে নেতানিয়াহুর চেহারা যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ড. ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের ওয়েবসাইটে গত ১৬ মে “Yunus Meets President of Italian Republic Sergio Mattarella” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রেস রিলিজে একটি ছবি খুঁজে পাওয়া যায়। আলোচিত ছবিটির সাথে উক্ত ছবির ড. ইউনূসের করমর্দনের অংশটির সাদৃশ্য পাওয়া যায়।
প্রেস রিলিজ থেকে জানা যায়, গত ১১ মে ড. মুহাম্মদ ইউনূস ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সাথে রাষ্ট্রপতি প্রাসাদে সাক্ষাত করেন।
পরবর্তী অনুসন্ধানে ইসরায়েলের সরকারি ওয়েবসাইটে ২০১৯ সালের ৪ মার্চ “PM Netanyahu Meets with Samoan Prime Minister Tuilaepa Aiono Sailele Malielegaoi” শীর্ষক শিরোনামে প্রকাশিত নিবন্ধে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে নেতানিয়াহুর সাথে ড. ইউনূসের করমর্দনের ছবি দাবিতে প্রচারিত ছবির পেছনের অংশের সাদৃশ্য পাওয়া যায়।
নিবন্ধ থেকে জানা যায়, ২০১৯ সালের ৪ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামোয়ার প্রধানমন্ত্রী তুইলেপা আইওনো সাইলেলে মালিলেগাওইয়ের সাথে সাক্ষাত করেন।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই দুইটি ছবির সমন্বয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনের ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ড. ইউনূসের করমর্দনের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র