সম্প্রতি “মোবাইল চুরির অপবাদ দিয়ে বেঁধে রেখে দুই শিশুকে মধ্যযুগী কায়দায় নির্যাতন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি এই অপরাধী কে খুঁজে দ্রুত আইনের আওতায় আনা হোক” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক প্রচারিত ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চোর সন্দেহে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি প্রায় ২ বছর পূর্বের একটি ঘটনার ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ০৬ সেপ্টেম্বর “চুরির সন্দেহে দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বেশ কিছু দৃশ্যের সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, একই দিনে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম বৈশাখী টিভি এর ইউটিউব চ্যানেলে “ময়মনসিংহে চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতন” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে সাম্প্রতিক সময়ে আলোচিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪’ এর ওয়েবসাইটে, ২০২০ সালের ০৬ সেপ্টেম্বর “চোর সন্দেহে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
মূলত, ২০২০ সালে ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানিপুর এলাকায় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির মেয়ের মোবাইল চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরদিন চোর সন্দেহে পার্শ্ববর্তী চর গোবিন্দপুর গ্রামের জনৈক দেলোয়ার হোসেনের ছেলে রাকিব ও জাহির মিয়ার ছেলে ফয়সালকে খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ঘটনা ঘটে। ঐ সময়ে ধারণকৃত পুরোনো ভিডিওকেই সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে নতুন করে সামাজিক মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।
Also Read: ভিডিওটি ভিন্ন ধর্মাবলম্বী প্রেমিক কর্তৃক হিন্দু ধর্মাবলম্বী প্রেমিকাকে হত্যার ঘটনার নয়
প্রসঙ্গত, ময়মনসিংহে চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার ভাই সফির উদ্দিনকে ঘটনা পরবর্তী সময়ে আটক করেছিলো স্থানীয় কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সুতরাং, ময়মনসিংহে মোবাইল চোর সন্দেহে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের প্রায় দুই বছর পুরোনো ভিডিওকে পূর্বের তারিখ উল্লেখ ছাড়া অপ্রাসঙ্গিকভাবে পুনরায় সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মোবাইল চুরির অপবাদ দিয়ে বেঁধে রেখে দুই শিশুকে মধ্যযুগী কায়দায় নির্যাতন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি এই অপরাধী কে খুঁজে দ্রুত আইনের আওতায় আনা হোক
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- জাগোনিউজঃ চোর সন্দেহে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
- যমুনা টিভি ইউটিউবঃ https://youtu.be/5buOk2D1h2Y
- বৈশাখী টিভি ইউটিউবঃ https://youtu.be/itsUlouMCtk
- যমুনা টিভি অনলাইনঃ https://www.jamuna.tv/news/171684