সম্প্রতি, “আমিতো সারাজীবন থাকবো না আমি যাবার আগে মাশরাফিকে বিসিবি প্রেসিডেন্ট এর পদটা দিয়ে যেতে চাই। কিন্তু মাশরাফি বিসিবি প্রেসিডেন্ট এর পদ নেবে কিনা তা আমি জানিনা৷ আমি মাশরাফির সাথে বসে কথা বলে দেখবো” শীর্ষক দাবিতে একটি তথ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে প্রচারিত কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিসিবির সভাপতি পদ দেওয়ার বিষয়ে নাজমুল হাসান পাপন আলোচিত মন্তব্যটি করেননি। বরং ২০২২ সালে বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া তার একটি সাক্ষাতকারকে বিকৃতভাবে উপস্থাপন করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে BCB President পাফুন্দা নামের একটি ফেসবুক পেজে গত ১৫ অক্টোবর “আমি চলে যাবার আগে মাশরাফি কে বিসিবি প্রেসিডেন্ট এর পদ দিয়ে যেতে চাই। কিন্তু মাশরাফি বিসিবি প্রেসিডেন্ট এর পদ নেবে কিনা তা আমি জানিনা। আমি মাশরাফির সাথে বসে কথা বলে দেখবো। ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে তিনি “আমি তো সারাজীবন থাকবো না আমি যাবার আগে মাশরাফিকে বিসিবি প্রেসিডেন্ট এর পদটা দিয়ে যেতে চাই। কিন্তু মাশরাফি বিসিবি প্রেসিডেন্ট এর পদ নেবে কি না তা আমি জানি না৷ আমি মাশরাফির সাথে বসে কথা বলে দেখবো” শীর্ষক কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ মে ‘মাশরাফীই কি পরবর্তী বিসিবি সভাপতি? কী বললেন পাপন?‘ শীর্ষক শিরোনামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাক্ষাতকার নিয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়; যা আলোচিত ভিডিওটির পূর্ণ সংস্করণ।
উক্ত ভিডিওটিতে মাশরাফির বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাপন বলেন, “প্রথম কথা হচ্ছে, মাশরাফি বোর্ড প্রেসিডেন্ট হতে চায় কি না আমার সন্দেহ। দ্বিতীয় হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টটা এখন বেশ কম্পলিকেটেড। দেশে না, দেশের বাইরে। সো এই প্রেশারটা ও নিবে কি না, বা নিতে চায় কি না নাম্বার ওয়ান। নাম্বার টু, ওকে তো আগে আসতে হবে। অনেকে মনে করে কি, সেদিন একজন ধরছে, আমি ডাইরেক্টর হবো। প্রায় রোজই এমন ধরে। আমি ডাইরেক্টর হতে চাই, আমারে ডাইরেক্টর বানায় দেন। আরে কেমনে বানাবো? আপনি তো কাউন্সেলর না। কাউন্সেলর না হলে আপনি তো হতেই পারবেন না। দিস ইজ নাম্বার ওয়ান, আগে একটা কাউন্সেলর হন। একটা ক্লাব কিনেন বা চালান। কিছু একটা করেন।”
”আমার ধারণা মাশরাফি ডেফিনিটলি এখানে জিতবে৷ আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ডাইরেক্টর হয়ে আসার পরে প্রেসিডেন্টে পারবে কি না এটা বিষয়। মাশরাফিকে আমাদের প্রথম থেকেই প্ল্যান। দেখেন আমার কাছে মনে হয় মাশরাফি অলরেডি ইজ টু বিজি। আমার কাছে পার্সোনালি মনে হয়। ও কিন্তু প্রচুর সময় দিচ্ছে রাজনীতিতে।
আমার পার্সোনাল একটা ইচ্ছা ছিল, মানে আমি ওকে বলেছি আমার যতটুক মনে হয়, আমি সবাইকে বলতাম, মাশরাফি যেদিন রিটায়ার্ড করবে সেদিন ওকে আমি বাংলাদেশ টিমের ম্যানেজার বানায় দেবো। কিন্তু মাঝখানে বিপদ হল, ও তো এমপি হয়ে গেলো। একটা এমপিকে আমি এখন কিভাবে ম্যানেজার করি?”
উপস্থাপকের আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কোনো দায়িত্বে আসার মত ছেলে ও না, আমি যদি ওকে চিনে থাকি। কাজেই আমি একটা দিলাম (দায়িত্ব)। আর ও চলে আসবে তা না, এটা ম্যাচ করতে হবে। সো আমার ওর সাথে বসে,উই উইল ফাইনালাইজ।”
অর্থাৎ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার চলে যাবার আগে মাশরাফিকে বিসিবি প্রেসিডেন্ট এর পদ দিতে চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি। এছাড়া যে কোনো দায়িত্বে আসার মত ছেলে মাশরাফি না উল্লেখ করে সে সময় তিনি বলেছিলেন, ওর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করেও নাজমুল হাসান পাপনের কোনো মন্তব্যে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে চাওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০২২ সালের ২১ মে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভি তাদের ইউটিউব চ্যানেলে ‘মাশরাফীই কি পরবর্তী বিসিবি সভাপতি? কী বললেন পাপন?’ শীর্ষক শিরোনামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাক্ষাতকার নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবিতে দেখতে চাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন পাপন। তবে এমপি হওয়ার পর তিনি যে কোনো দায়িত্ব পালন করবেন কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করে বলেন, পরবর্তীতে মাশরাফির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সাম্প্রতিক সময়ে উক্ত ভিডিওটির কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে বিসিবি প্রেসিডেন্ট এর পদ দিয়ে যেতে চান এবং এজন্য তিনি তার সাথে বসে কথা বলবেন।
উল্লেখ্য, পূর্বেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নাম উদ্বৃত করে ভুয়া বক্তব্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, মাশরাফিকে বিসিবি সভাপতির পদ দেওয়া নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য দাবিতে প্রচারিত মন্তব্য টি বিকৃত করা।
তথ্যসূত্র
- Jamuna TV: মাশরাফীই কি পরবর্তী বিসিবি সভাপতি? কী বললেন পাপন?
- Rumor Scanner’s Own Analysis