সম্প্রতি ‘This is Bangladesh. Where is Greta?’ ক্যাপশনে বাংলাদেশের দূষিত-আবর্জনাপূর্ণ বন্দরের দৃশ্য দাবিতে একটি ভিডিও একাধিক ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো বন্দরের দৃশ্য নয়। বরং, আলজেরিয়ার আনাবা বন্দরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে একাধিক পোস্ট (১, ২, ৩, ৪) এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যেখানে ভিডিওটিকে আলজেরিয়ার আনাবা বন্দরের চিত্র বলে দাবি করা হয়েছে।

পরবর্তীতে, মরক্কো ভিত্তিক গণমাধ্যম Achtari 24 এর ফেসবুক পেজে গত ২০ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটিতে একজন আলজেরীয় নাগরিক দেশটির আনাবা বন্দরের পানি দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন৷
একই বিষয়ে মরক্কো ভিত্তিক আরেক গণমাধ্যম MA5 TV এর ইউটিউব চ্যানেলে গত ২০ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে আলজেরীয় ফ্যাক্টচেকার Nozha Khelalef এর সাথে যোগাযোগ করা হয়। তিনি ভিডিওটি সম্পর্কে খোঁজ নিয়ে নিশ্চিত করেন যে এটি আলজেরিয়ার আনাবা বন্দরের চিত্র। একইসাথে তিনি ওই নির্দিষ্ট স্থানের জিও লোকেশনও রিউমর স্ক্যানারের সাথে শেয়ার করেছেন, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ভিডিওর স্থানটি আলজেরিয়ার আনাবা বন্দর।

তিনি আরও জানান, ভিডিওটিতে ভিডিও রেকর্ড করা ব্যক্তি আনাবা বন্দর কতটা দূষিত সে বিষয়ে অভিযোগ করছেন। ওই ব্যক্তি উল্লেখ করেছেন যে নৌকার মালিকরা মাসে ১৪,০০০ ডিনার (DZD) পরিশোধ করে, অথচ বিনিময়ে তাদের আবর্জনার মুখোমুখি হতে হচ্ছে। ভিডিওতে বক্তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি আগে করা একটি তুলনার জন্য দুঃখ প্রকাশ করছেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের বন্দরগুলো দূষিত। তিনি বলছেন, ‘আসলে বাংলাদেশের বন্দরগুলো আনাবার বন্দরের চেয়ে অনেক বেশি পরিষ্কার’। (অনূদিত)
সুতরাং, বাংলাদেশের দূষিত বন্দরের ভিডিও দাবিতে আলজেরিয়ার আনাবা বন্দরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Achtari24 – Facebook Post
- MA5TV – YouTube Video
- المغرب الاصل والباقي تقليد 3 – Facebook Post
- مصطفى – X Post
- infoalgeriedz – Instagram Post
- Annaba Annaba – TikTok Video
- Annaba Port – Geo location
- Statement of Algerian Fact-checker Nozha Khelalef