বেলাল ইবনে রাবাহ মসজিদ ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটি মসজিদ। হযরত বেলাল (রাঃ) এর নামানুসারে এই মসজিদের নাম রাখা হয়। বেলাল (রাঃ) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। এছাড়াও, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মসজিদে নববীর দক্ষিণ পাশে মাত্র ৫ মিনিট দূরে অবস্থিত এই বেলাল মসজিদ। সম্প্রতি, বেলাল মসজিদের ভিডিও শীর্ষক দাবিতে ফেসবুকে গত ৮ জুন একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে, ৮ লক্ষ ৯৫ হাজার একাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৯৯ হাজার একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত ভিডিওতে দেখানো মসজিদটি বেলাল মসজিদ নয় বরং এটি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন এর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের মসজিদের ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পূঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওতে মসজিদের স্থাপনা দেখানোর আগে একটি ফটকের দৃশ্য দেখানো হয়েছে যেখানে লেখা রয়েছে ‘ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ’ এবং তার ঠিক নিচে ঠিকানা হিসেবে দত্তপাড়া, শিবচর, মাদারীপুর লেখা রয়েছে। অর্থাৎ, ভিডিওতে দেখানো কলেজটি বাংলাদেশের মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের মসজিদ। পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে উক্ত কলেজের ওয়েবসাইট ও ইন্টারনেটে প্রচারিত ভিডিওর কলেজের উক্ত ফটক ও মসজিদের ছবি খুঁজে পাওয়া যায় যা হুবহু প্রচারিত ভিডিওর সাথে মিলে যায়। এছাড়াও, কলেজের নামেই একটি ফেসবুক গ্রুপে কলেজের মূল ফটক ও মসজিদের একত্রিত ছবি পাওয়া যায়।

পরবর্তীতে, গুগল ম্যাপে বেলাল ইবনে রাবাহ মসজিদের অবস্থান ও ছবি খুঁজে পাওয়া যায়। বেলাল মসজিদ সৌদি আরবের মদিনা শহরে এবং মসজিদে নববীর দক্ষিণ পাশে অবস্থিত। এছাড়াও, বেলাল মসজিদের একমাত্র গম্বুজটি সবুজ রঙের কিন্তু প্রচারিত ভিডিওতে মসজিদের একাধিক গম্বুজ এবং সেগুলো সাদা রঙের।

এছাড়াও, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উক্ত মসজিদের ছবিযুক্ত পোস্ট খুঁজে পাওয়া যায়।
মূলত, সম্প্রতি সৌদি আরবের মদিনা শহরের বেলাল ইবনে রাবাহ মসজিদের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে দেখানো মসজিদটি বেলাল ইবনে রাবাহ মসজিদ নয়। প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন এর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের মসজিদের ভিডিও।
সুতরাং, বেলাল ইবনে রাবাহ মসজিদ দাবিতে বাংলাদেশের মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের মসজিদের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Elias Ahmed Chowdhury College: Official Website
- Belal Ibn Rabah Mosque: Google Map
- Elias Ahmed Chowdhury College: Facebook Group
- US Embassy Dhaka: Facebook Post
- Rumor Scanner’s Own Research