নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

সম্প্রতি, “নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দেখে চমকে যাওয়ারই কথা। গোল দেওয়ার পর এমন ছবি কারোই চোখে পড়েনি।” শীর্ষক শিরোনামে নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিতে নেইমারের হাতে বাংলাদেশের পতাকা থাকার দাবিটি সঠিক নয় বরং ২০১৩ সালের মূল ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে নেইমারের হাতে বাংলাদেশের পতাকা বসানো হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধান করে আলোচিত ছবিটির মূল সূত্র খুঁজে পায়নি রিউমর স্ক্যনার টিম।

কিওয়ার্ড সার্চ পদ্ধতিতেও মূলধারার কোনো গণমাধ্যম, ছবি শেয়ারিং বিভিন্ন ওয়েবসাইট (Getty Images, Shutterstock) এবং নেইমারের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে খোঁজ নিয়ে উক্ত ছবি চলতি বিশ্বকাপ শুরুর পর প্রকাশ হওয়ার তথ্য মেলেনি।

ছবিটি কি কাতার বিশ্বকাপের?

ফিফা ফুটবল বিশ্বকাপের চলতি আসরে নেইমার এখন পর্যন্ত দুইটি ম্যাচ (রাউন্ড অফ সিক্সটিন) খেলেছে। প্রথম ম্যাচ ২৫ নভেম্বর গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ খেলেছে ৬ ডিসেম্বর কোরিয়া রিপাবলিকের বিপক্ষে।

অপরদিকে ফেসবুক মনিটরিং টুলসের সাহায্যে আলোচিত ছবিটি গত ৩০ নভেম্বর প্রথম প্রকাশ হতে দেখা যায়।

তাই নেইমারের খেলা দ্বিতীয় ম্যাচের (৬ ডিসেম্বর) ছবি হওয়া সম্ভব নয় এটি। 

২৫ নভেম্বরের নেইমারের খেলা প্রথম ম্যাচটি বিশ্লেষণ করে দেখা যায়, নেইমার উক্ত ম্যাচে সাদা মোজা পরে মাঠে নেমেছিলেন।

কিন্তু আলোচিত ছবিতে দেখা যাচ্ছে, তার পায়ে নীল মোজা। উক্ত ম্যাচে পরা জুতার সাথেও আলোচিত ছবির জুতার মিল নেই।

অর্থাৎ, ছবিটি কাতার বিশ্বকাপের নয়।

মূল ছবির খোঁজে

কি-ওয়ার্ড এবং ইমেজ সার্চে কোনো তথ্য না পেয়ে বিগত বিশ্বকাপগুলোতে নেইমারের গোল উদযাপনের ছবিগুলো বিশ্লেষণ করে দেখে রিউমর স্ক্যানার টিম। 

নেইমার পূর্বে ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছেন। কিন্তু উক্ত দুই আসরের ছবিগুলো বিশ্লেষণ করেও আলোচিত ছবিটির সাথে মিল খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে বিগত বছরগুলোর কোপা আমেরিকা এবং কনফেডারেশন্স কাপে নেইমারের গোল উদযাপনের ছবি নিয়ে অনুসন্ধান শুরু করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানের এক পর্যায়ে ভারতের কেরালাভিত্তিক ওয়েবসাইট ‘Prokerala’ এর একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

ছবিটি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপে ১৯ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নেইমারের গোল উদযাপনের দৃশ্য এটি। 

ফিফার দেওয়া তথ্যমতে, গ্রুপপর্বের উক্ত ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৮ মিনিটের মাথায় গোল দেন নেইমার। পরবর্তীতে ব্রাজিল সেই ম্যাচ জেতে ২-০ ব্যবধানে। 

পরবর্তীতে ছবি শেয়ারিং সাইট ‘Getty Images’ এ উক্ত ম্যাচের বেশকিছু ছবির সাথে নেইমারের গোল উদযাপনের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়।  এর মধ্যে ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ছবিটি ২০১৩ সালের।

মূলত, ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে মেক্সিকোর বিপক্ষে নেইমার গোল দেওয়ার পর সেটি উদযাপন করেন। সেই গোল উদযাপনের ধারণকৃত একটি ছবি সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে নেইমারের হাতে বাংলাদেশের পতাকা বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোল উদযাপন মুহূর্তে ধারণকৃত একটি ছবিকে ফটোশপ করে ছবিটিতে বাংলাদেশের পতাকা বসিয়ে  আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তাদের সম্মান জানাতে আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষ আলোচিত ছবিটি প্রচার করেছে। এ বিষয়ে একটি ফ্যাক্টস্টোরি প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, নেইমারের ২০১৩ সালে গোল উদযাপনের একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে তাতে বাংলাদেশের পতাকা বসিয়ে সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img