পাকিস্তানিদের কাছে চড়া দামে টিকেট বিক্রয় করছে বাংলাদেশীরা?

সম্প্রতি “ফাইনালের অধিকাংশ টিকিট কিনে রাখছিল ইন্ডিয়ান সাপোর্টাররা, কিন্তু তারা ফাইনালে যেতে পারে নাই। ফাইনালে গেছে পাকি’স্তান, কিন্তু তারা আবার টিকিট কিনে রাখে নাই।…এই সুযোগটা নিচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয়রা পাকিস্তানিদের কাছে সরাসরি টিকেট বিক্রি করতে না চাওয়া ও ভারতীয়দের থেকে কম দামে টিকেট কিনে পাকিস্তানিদের কাছে চড়া দামে বাংলাদেশীদের টিকেট বিক্রয়ের তথ্যটি সঠিক নয় বরং ভারতীয়রা সরাসরি পাকিস্তানিদের কাছে টিকেট বিক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে পাকিস্তানি গণমাধ্যম ARYNews.tv এর ওয়েবসাইটে “T20 World Cup: Indian fans selling tickets of final after team’s ouster” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে হারার পর ভারতীয় সমর্থকেরা বিশ্বকাপ ফাইনালের জন্য কিনে রাখা কেনা দামের চেয়েও সস্তা দামে বিক্রি করে দিচ্ছে। ফাইনালের জন্য কেনা ২৯৫ ডলারের টিকেট ১৫০ ডলারে বিক্রি করছে ভারতীয় সমর্থকেরা।  

এছাড়া প্রতিবেদনে যুক্ত একটি টুইটার একাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজন হতাশা ভারতীয় সমর্থক মাত্র ১০ টাকায় তার ফাইনালের টিকেটটি বিক্রি করে দিচ্ছে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়াস্থ বিভিন্ন পাকিস্তানি কমিউনিটি গ্রুপগুলো ঘুরে এসব গ্রুপে ভারতীয়রা যুক্ত হয়ে টিকেট বিক্রির সেল পোস্ট দিতে ও ফাইনাল ম্যাচের টিকেট বিক্রি করতে দেখা যায়। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

অস্ট্রেলিয়াস্থ বিভিন্ন পাকিস্তানি কমিউনিটি গ্রুপগুলোতে সেল পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

অর্থাৎ, ভারতীয়রা পাকিস্তানিদের কাছে টিকেট বিক্রয় করছে না দাবিটা সঠিক নয়, বরং ভারতীয়রা বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমেই টিকেট বিক্রি করছে। 

অপরদিকে ভারতীয় সমর্থকেরা পাকিস্তানিদের কাছে টিকেট বিক্রয় করতে না চাওয়া ও বাংলাদেশীদের ভারতীয়দের থেকে কম দামে টিকেট কিনে পাকিস্তানি সমর্থকদের কাছে চড়া দামে বিক্রি করার কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত ১০ নভেম্বর ইংল্যান্ডের সাথে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। এরপর থেকে ফাইনালের জন্য কিনে রাখা ভারতীয় সমর্থকেরা তাদের কেনে রাখা ফাইনালের টিকেট বিক্রয় করে দিতে শুরু করে। এজন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে তাদের কেনে রাখা টিকেটগুলো বিক্রি করে দেয়৷ তবে ভারতীয় সমর্থকেরা পাকিস্তানিদের কাছে টিকেট বিক্রয় করতে না চাওয়া ও বাংলাদেশীদের ভারতীয়দের থেকে কম দামে টিকেট কিনে পাকিস্তানি সমর্থকদের কাছে চড়া দামে বিক্রি করার কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্যটি প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র টি-টুয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইট সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকেই মূলত সমর্থকেরা গ্রুপ পর্বের খেলা থেকে শুরু করে ফাইনাল ম্যাচের টিকেট কিনতে পারছিলেন।

সুতরাং, ভারতীয়রা পাকিস্তানিদের কাছে সরাসরি টিকেট বিক্রি করতে না চাওয়া ও ভারতীয়দের থেকে কম দামে টিকেট কিনে বাংলাদেশীদের পাকিস্তানিদের কাছে চড়া দামে টিকেট বিক্রয়ের দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img