সম্প্রতি “বাংলাদেশের নতুন কোচ তাতেন্দা তাইবু” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রতিবেদন দেখুন – এখানে, এখানে।
প্রতিবেদনগুলোর আর্কাইভ ভার্সন দেখুন – এখানে, এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের নতুন কোচ তাতেন্দা তাইবু শীর্ষক দাবিটি সঠিক নয় বরং আবুধাবির টি-টেন লীগে সাকিব, সোহানদের দল বাংলা টাইগার্স দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাইবু।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ওয়েবসাইটে গত ১১ নভেম্বর “বাংলা টাইগার্সে কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, “খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু। সহকারী কোচ হিসেবে বাংলা টাইগার্সে তাকে দেখা যাবে এই মৌসুমে।”

পরবর্তীতে ফেসবুকে ‘Bangla Tigers’ এর অফিশিয়াল পেজে গত ১০ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টে বলা হয়, “জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি এখন টাইগার। আমরা টি-টেন লীগের ৬ষ্ঠ আসরের জন্য সহকারী কোচ হিসাবে তাতেন্দা তাইবুকে ঘোষণা করতে পেরে আনন্দিত।”

বাংলা টাইগার্সে বাংলাদেশী কারা আছেন?
টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এর আগে সাকিব আল হাসান ছিলেন দলটির আইকন ক্রিকেটার। সাকিব এবারও আছেন দলে।

বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া টিম ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের নাজমুল আবেদীন ফাহিম। দলটির মিডিয়া ম্যানেজার হিসেবে আছেন বাংলাদেশের সাইফ আহমেদ চৌধুরী।
গুজবের সূত্রপাত
মূলধারার অনলাইন গণমাধ্যম DHAKA POST গত ১১ নভেম্বর সকালে “সাকিবদের কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাইবু” শিরোনামে (আর্কাইভ) প্রথম তাইবুর বাংলা টাইগার্সের সহকারী কোচ বিষয়ক সংবাদ প্রকাশ করে।

ঢাকা পোস্টের ফেসবুক পেজে উক্ত প্রতিবেদন প্রকাশিত (আর্কাইভ) হওয়ার পর অনেক ফেসবুক ব্যবহারকারীকেই বিভ্রান্তিকর কমেন্ট করতে দেখেছে রিউমর স্ক্যানার। নেটিজেনরা খবরটির শিরোনাম দেখে ভেবে নিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আসছেন তাইবু।

ঢাকা পোস্টের শিরোনামে বিভ্রান্তি থাকলেও মূল প্রতিবেদনে সঠিক তথ্যই দিয়েছে সংবাদমাধ্যমটি।
পরবর্তীতে একই শিরোনামে একাধিক গণমাধ্যম সংবাদটি প্রকাশ করে।
উক্ত শিরোনামে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন দেখুন – bd24live (আর্কাইভ), ইত্তেফাক (আর্কাইভ), সময় নিউজ (আর্কাইভ), bd24report (আর্কাইভ), ডেইলি ক্যাম্পাস (আর্কাইভ), ডেইলি বাংলাদেশ (আর্কাইভ), Channel 24 (আর্কাইভ), নয়া দিগন্ত (আর্কাইভ), দৈনিক সংবাদ (আর্কাইভ), বিডি ক্রিকটাইম (আর্কাইভ), কালবেলা (আর্কাইভ), যুগান্তর (আর্কাইভ), যমুনা টিভি (আর্কাইভ)।
উক্ত গণমাধ্যমগুলো তাদের ফেসবুক পেজে খবরটি প্রকাশ করলে সেসব পোস্টের কমেন্টেও একইরকম বিভ্রান্তি লক্ষ্য করা গেছে।
এমন কিছু পোস্ট দেখুন- এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন – এখানে, এখানে এবং এখানে।

চ্যানেল টুয়েন্টিফোরের এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে ফেসবুকে একজন লিখেছেন, “এটা সত্য হলে বাংলাদেশের আর পিছনে ফিরে তাকানো লাগবেনা, নিশ্চিত সিঙ্গাপুর, নাইজেরিয়ার মতো দলের সঙ্গে টিক্কা দিয়ে জিতবে বাংলাদেশ। জয় পাপন্দার জয়।”

মূলত, আবুধাবির টি-টেন লীগের দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন তাতেন্দা তাইবু। দলটিতে বাংলাদেশের সাকিব, সোহান ও মৃত্যুন্জয় রয়েছেন। তাইবুর নিয়োগ পাওয়ার বিষয়টিকে দেশীয় একাধিক গণমাধ্যমে “সাকিবদের কোচ হচ্ছেন তাইবু” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করলে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে উক্ত প্রতিবেদনের শিরোনামকে “তাইবু বাংলাদেশের কোচ হচ্ছেন” ভেবে নিয়ে পোস্ট করছেন, যা স্পষ্ট বিভ্রান্তির বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, আবুধাবিতে আগামী ২৩ নভেম্বর শুরু হবে দশ ওভার ফরমেটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্ণামেন্ট “Abu Dhabi T10″। এবারের আসরে (ষষ্ঠ) আটটি দল অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, তাতেন্দা তাইবু বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ব্যাটিং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। গেল বছরের ২ আগস্ট তিনি এই দায়িত্বে আসেন৷
সুতরাং, বাংলাদেশের নতুন কোচ তাতেন্দা তাইবু শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- আমাদের সময়: বাংলা টাইগার্সে কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু
- Bangla Tigers: Facebook Post