বাংলাদেশে চাঁদাবাজকে ট্রাক চাপা দেওয়ার ভিডিও দাবিতে ইন্দোনেশিয়ার ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি চলন্ত ট্রাকের সামনে কয়েকজন কিশোর এসে পড়ে, কিন্তু ট্রাকটি না থেমে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্পষ্টভাবে দেখা যায় একজন (কিশোর) চাকার নিচে পড়ে পিষ্ট হয়।

পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হয়, ‘আমি এই দেশ প্রেমিক সাহসী ড্রাইভারকে সেলুট জানাই একটা হলেও চান্দাবাজ মারার জন্য। দেশের সকল ড্রাইভার ভাইদের কাছে আবেদন জানাচ্ছি এই ভাবে চান্দাবাজদের যেন মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়।।’ (বানান অপরিবর্তিত)

অর্থাৎ দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের কোনো এক এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে এক ড্রাইভার চাঁদাবাজদের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সড়কে ট্রাক থামানোর ঘটনায় একাধিক যুবকের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার ভিডিওটি বাংলাদেশের নয় এবং উক্ত ঘটনার সাথে চাঁদাবাজিরও কোনো সম্পর্ক নেই। বরং, এটি ২০২১ সালে ইন্দোনেশিয়ায় ‘মালাকাইত মাউত’ চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে গিয়ে একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবকের মারা যাওয়ার ঘটনার ভিডিও। 

এই বিষয়ে অনুসন্ধানে ইন্দোনেশিয়ান সংবাদ পোর্টাল ‘Kompas.com’-এ ২০২১ সালের ১৭ ‍জুলাই ‘Sopir Truk Harus Waspada Saat Bertemu Remaja di Jalanan’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নির্দিষ্ট ফ্রেমের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, এটি ইন্দোনেশিয়ায় ২০২১ সালের একটি দুর্ঘটনা। 

Comparison: Rumor Scanner

একই সংবাদ পোর্টালে একই বছরের ১৮ জুলাই উক্ত বিষয়টি নিয়ে আরও একটি প্রতিবেদন প্রচার করে। এই প্রতিবেদন থেকে জানা যায়, কিশোরদের মধ্যে জনপ্রিয় একটি চ্যালেঞ্জ চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে ভিডিও তৈরি করতে গিয়ে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়।

এছাড়া, মালয়েশিয়ার সংবাদ ভিত্তিক প্ল্যাটফর্ম ‘WapCar.my’-এ ২০২১ সালের ২৬ জুলাই ‘Indonesian teen tries to start the next Keke (Kiki) Challenge, dies instead’ শিরোনামে এই বিষয়ে আরও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ বছর বয়সী এক ইন্দোনেশিয়ান কিশোর টিকটক ভিউ বাড়ানোর জন্য ‘কেকে (কিকি) চ্যালেঞ্জ’-এর মতো ‘মালাকাইত মাউত’ বা ‘অ্যাঞ্জেল অফ ডেথ’ চেষ্টা করতে গিয়ে লরির সামনে লাফিয়ে দুর্ঘটনায় মারা যায়। একই ঘটনায় অন্য একজন অংশগ্রহণকারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ঘটনাটি পশ্চিম জাভার বেকাসি জেলার উত্তর সিকারং-এ ঘটেছে। বেকাসি ট্রাফিক পুলিশের বরাতে বলা হয়, মৃত কিশোর আগেও এমন বিপজ্জনক টিকটক কন্টেন্ট তৈরির চেষ্টা করেছিল। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এই চ্যালেঞ্জের অংশ হিসেবে, কিশোররা চলন্ত লরির সামনে লাফিয়ে পড়ে এবং শেষ মুহূর্তে সরে এসে গাড়িকে সম্পূর্ণ থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এটি তখনই সফল বলে ধরা হয় যখন লরি চালক দুর্ঘটনা এড়াতে গাড়িটি থামিয়ে দেয়।

ইন্দোনেশিয়ার সুয়ারা ডট কমনিউজ ডট ইনডোজোন ডট আইডি নামক সংবাদ ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও প্রায় একই তথ্য জানা যায়।

সুতরাং, ২০২১ সালে ইন্দোনেশিয়ার কিশোর ‘মালাকাইত মাউত’ চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে গিয়ে এক যুবকের  ট্রাকের নিচে চাপা পড়ে মারা যাওয়ার ঘটনার ভিডিও বাংলাদেশে এক ড্রাইভার চাঁদাবাজের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img