বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘ব্লিংকেনের কঠিন বার্তা, তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশ‘ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচার হচ্ছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশ দেননি বরং কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই তাকে উদ্ধৃত করে অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে উক্ত দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম বাংলাদেশ ও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বিভিন্ন সময়ে করা মন্তব্যগুলো বিশ্লেষণ করে দেখে। 

এসময় জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ওয়েবসাইটে গত ১১ এপ্রিল ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ব্লিংকেন‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: DW Bangla

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি ভিডিওয়ের সূত্রে করা প্রতিবেদনটি থেকে দেখা যায়, ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেন, ”আমরা তাকিয়ে আছি, গোটা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে।  আমাদের প্রত্যাশা,  বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ওই অঞ্চলে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।”

Screenshot: DW Bangla

পাশাপাশি বাংলাদেশি জাতীয় দৈনিক আমাদের সময়ে একইদিনে ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ব্লিংকেন‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়। 

Screenshot: Dainik Amader Somoy

এই প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ব্লিংকেন আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলে, ‘আমেরিকা ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহয়োগিতা করে চলেছে। আর্থিক সম্পর্ক, দুই দেশের মানুষের সম্পর্ক, পরিবেশ, স্বাস্থ্য, মানবাধিকার-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।’ 

Screenshot: Dainik Amader Somoy 

একইসময়ে বাংলাদেশ যেভাবে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে তারও প্রশংসা করেন ব্লিংকেন।

এছাড়া গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেওয়া ব্লিংকেনের বক্তব্যেও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত তার কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায় না। 

বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে ব্লিংকেন বলেন, এই যুগের সংজ্ঞায়িত ইস্যুতে আমাদের সহযোগিতার কারণে আমেরিকান ও বাংলাদেশিরা একসঙ্গে আরও শক্তিশালী।বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও গত পাঁচ দশকে অর্জিত অর্জনে যুক্তরাষ্ট্র গর্বিত।’

Screenshot: Daily Star

তিনি আরও বলেন, ‘অতি সম্প্রতি, আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারের জন্য একসঙ্গে সত্যিকারের অগ্রগতি অর্জন করেছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আপনাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সকলের জন্য উন্মুক্ত।’

তবে চলতি বছরের ১৮ জানুয়ারি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনল্ড লুর তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চাওয়া নিয়ে গণমাধ্যম সূত্রে আইনমন্ত্রী আনিসুল হকের একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়।

Screenshot: Channel24

প্রতিবেদনটিতে আইনমন্ত্রী আনিসুল হককে উদ্ধৃত করে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছিলেন ডোনাল্ড লু। আইনমন্ত্রীর তরফ থেকে তাকে জানানো হয়, সংবিধান পরিবর্তন করে উচ্চ আদালতে সেটা বাতিল হয়েছে।

Screenshot: Channel24

এসবের বাইরে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান যে, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

মূলত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের এর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচার করা হয় যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন নির্বাচনের জন্য বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে তার এমন কোনো নির্দেশনা সম্পর্কে বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘ বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি  মিথ্যা। 

তথ্যসূত্র

DW Bangla: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ব্লিংকেন
Daily Amader Somoy: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ব্লিংকেন
Daily Star: বাংলাদেশ ‘দ্রুত আঞ্চলিক নেতৃত্বে উঠে আসছে’: ব্লিংকেন
Channel 24: তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন ডোনাল্ড লু: আইনমন্ত্রী (ভিডিও)
Daily Star: যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না: মোমেন
Barta24: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Channel24: পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আরও পড়ুন

spot_img