সম্প্রতি ‘স্বৈরাচারী সরকারের ক্ষমতা শেষ, এবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা। মিছিল সমাবেশে গুলি বন্ধ করার ঘোষণা দিলেন সেনাবাহিনী। শীর্ষক শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হচ্ছে।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়া ও মিছিল সমাবেশে সেনা প্রধান গুলি বন্ধ করার ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দুইটি ভিন্ন ভিন্ন সময়ের ভিডিও যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সেনাপ্রধানের বক্তব্যটি কখনের, কি বলেছিলেন তিনি?
ভিডিওটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৪ জুন ‘সেনাবাহিনীর সাথে জনগণের কোন দূরত্ব থাকবে না: নতুন সেনাপ্রধান‘ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, এটি সেনাপ্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের ভিডিও। সাবেক সেনা প্রধানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব বক্তব্য দেন তিনি।
এ সময় তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এমন একটা অর্জন মহান আল্লাহ তাআলার আশীর্বাদ ছাড়া কোনক্রমেই সম্ভব নয়। আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এমন একটি গুরুত্ব দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে। আপনারা জানেন আজ ২৪ জুন, ২০২১। এই ২০২১ সালের একটি স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং এই অনুষ্ঠান আরও মহিমান্বিত হয়েছে, যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গেই বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ উদযাপন হয়েছে। এই মহিন্দ্রক্ষণে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি।
সেনা প্রধান বলেন, এরকম একটা গুরু দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি সে জন্য মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে উনি যেন আমাকে সেই সক্ষমতা দান করে, যাতে আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি। তবে এ কথা সত্য যে, আমাদের সকলের সহযোগিতা ছাড়া এই গুরুদায়িত্ব পালন করা যাবে না।
সেনা প্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্বগুলো পালন করে থাকি, সেই দায়িত্বগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে যা করণীয় তা যেন করতে পারে এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না উল্লেখ করে সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর সাথে মিডিয়ার দূরত্ব থাকবে না। আমি স্বচ্ছতায় বিশ্বাস করি। সুতরাং অজানা বলে কিছু থাকবে না।
পাশাপাশি সাংবাদিকেরা সেনাপ্রধান হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার দর্শন নিয়ে আমি পরিকল্পনা করব এবং তারপর সেটা সবাইকে জানিয়ে দেব। এখনই কিছু একটা বলে দেয়া সঠিক হবে না।
অপরদিকে টিকটকের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে সেনাপ্রধানের পুরো বক্তব্যের মাত্র দশ সেকেন্ডের মতো অংশ কেটে নিয়ে ‘স্বৈরাচারী সরকারের ক্ষমতা শেষ, এবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা। মিছিল সমাবেশে গুলি বন্ধ করার ঘোষণা দিলেন সেনাবাহিনী।’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। তবে ঐ অংশে সেনাপ্রধান এমন কোনো বক্তব্যই দেননি।
এছাড়া সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের এমন কোনো বক্তব্যও মূলধারার গণমাধ্যম সূত্রে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ২০২১ সালে সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণকালে বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্যের খন্ডিত অংশকে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।
টিকটকের ভিডিওটির দ্বিতীয় অংশটি কখনের?
সেনাবাহিনীর হাতে ক্ষমতা ও মিছিল সমাবেশে সেনাবাহিনীর গুলি বন্ধ করার ঘোষণার দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটির দ্বিতীয় অংশ যাচাই করে দেখা যায়, এই ভিডিওটি ২০২২ সালের ৩০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের ‘Pinaki Bhattacharya’ নামের একটি চ্যানেলে ‘পুলিশ কেন শান্ত হবে?‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছিল।
উক্ত ভিডিওটির শুরুতেই পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আগামী কাল থিকা বাংলাদেশের পুলিশ মিছিলে সমাবেশে শান্ত থাকেব। কেউ কেউ কইতে পারেন আপনার হাতে কি ম্যাজিক আছে? না ম্যাজিক নাই কিন্তু পাওয়ার বা ক্ষমতা আছে। না হাসিনার ক্ষমতা না, এই ক্ষমতা গল্পের, এই ক্ষমতা মস্তিষ্কের। এই গল্প শুনলে পুলিশের হাতের বন্দুক আর মিছিল সমাবেশের কারো দেহকে নিশানা করতে পারবে না।’
তার এই বক্তব্যের খন্ডিত অংশের সঙ্গেই সেনাপ্রধানের ২০২১ সালের বক্তব্যকে জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া পিনাকী ভট্টাচার্যের ১৪ মিনিট ২ সেকেন্ডের পুরো ভিডিওটি বিশ্লেষণ করেও এর সঙ্গে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ও মিছিল সমাবেশে সেনাবাহিনী গুলি বন্ধ করার ঘোষণা সম্পর্কিত তথ্যের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি৷
মূলত, সম্প্রতি সেনাবাহিনীর হাতে ক্ষমতা ও মিছিল সমাবেশে সেনাবাহিনী গুলি বন্ধ করার ঘোষণা দিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে দেওয়া বক্তব্যের খন্ডিত অংশের সাথে ২০২২ সালে সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ২০২২ সালের একটি ভিডিওয়ের খন্ডিত অংশ যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান বা সেনাবাহিনী সম্পর্কিত এমন কোনো বক্তব্যও রিউমর স্ক্যানারের সার্বিক অনুসন্ধানে পাওয়া যায়নি।
সুতরাং, মিছিল সমাবেশে সেনাবাহিনী প্রধান গুলি বন্ধ করার ঘোষণা দেননি। সেনাবাহিনী প্রধান মিছিল সমাবেশে গুলি বন্ধের ঘোষণা দিয়েছেন দাবিতে টিকটকে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ এডিটেড।
তথ্যসূত্র
- Jamuna TV: সেনাবাহিনীর সাথে জনগণের কোন দূরত্ব থাকবে না: নতুন সেনাপ্রধান
- Pinaki Bhattacharya: পুলিশ কেন শান্ত হবে?