সম্প্রতি, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে আফরিন স্বর্ণা নামের ভিন্ন আরেকজন নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Afrin Sorna নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৪ জুন প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টের ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, আজমেরী হক বাঁধনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত পোস্টের ছবিগুলোর মূখমণ্ডলের পার্থক্য ব্যতীত বাকি সকল উপাদানের হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে উক্ত পোস্টকারীর প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তার নাম আফরিন স্বর্ণা। তিনি একজন বাংলাদেশী মডেল ও কনটেন্ট ক্রিয়েটর।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আফরিন স্বর্ণার ছবির ওপর আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Afrin Sorna Instagram Account Post
- Rumor Scanner’s Analysis