সম্প্রতি, “খেলা শুরু হয়ে গেছে,, উত্তাল রাজপথ ,জয় বাংলা জয় বঙ্গবন্ধু ,শেখ হাসিন সৈনিক।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আয়োজিত আওয়ামী লীগের মিছিলের নয় বরং, ২০২৪ সালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ‘জয় বাংলা – Joy Bangla’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওর ব্যক্তিবর্গ, ধারণের স্থান, পারিপার্শ্বিক অবস্থা থেকে নিশ্চিত হওয়া যায় যে এটি একই ঘটনার ভিন্ন এঙ্গেল থেকে ধারণকৃত দৃশ্য।

উক্ত ভিডিওর বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ২১ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদ্যাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির দৃশ্য এটি।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে একই অনুষ্ঠানের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২১ জুন (২০২৪) রাজধানীতে লাখো মানুষের ঢল নামিয়ে ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে ‘বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা’ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অর্থাৎ, আওয়ামী লীগের মিছিলের র্যালির ভিডিওটি এই সাম্প্রতিক সময়ের নয়, ২০২৪ সালের।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর’ শীর্ষক একটি ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে যা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির ভিডিওটিতে নেই। যা থেকে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই অডিওটি যুক্ত করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালির ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ‘জয় বাংলা – Joy Bangla: YouTube Video
- Jugantor – আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- Bssnews.net – আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল