ফেনীতে আ. লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি ‘ফেনীতে আওয়ামী লীগও ছাত্রলীগ বিশাল বিক্ষোভ মিছিল’ ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ফেনীতে আওয়ামী লীগের পুরোনো একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ভিডিও যাচাই- ১

এই ভিডিও ফুটেজে একজন উপস্থাপকে বলতে শোনা যায়, “আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে”। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ আগস্ট  ‘‘হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদেরকেই নিতে হবে’’ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির প্রথম ৪ সেকেন্ড ফুটেজ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

উক্ত ভিডিওটিতে সেসময়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বিষয়ক সংবাদ প্রচার করা হয়েছে। 

অর্থাৎ, আলোচিত ফুটেজটি সাম্প্রতিক সময়ের নয়। 

ভিডিও যাচাই- ২

এ বিষয়ে অনুসন্ধানে ফেনীর স্থানীয় গণমাধ্যম ফেনী সমাচারের ফেসবুক পেজে ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলির সাথে আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজের দৃশ্যাবলির মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner 

উভয় ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ‘বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল – ফেনী জেলা আওয়ামী লীগ’ লিখিত একই ব্যানার হাতে মিছিলটির সম্মুখভাগে একই পোশাকে একই ব্যক্তিরা রয়েছে৷ 

গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণে দেখা গেছে,, মূল ভিডিওতে মিছিলটি ফেনী সদরের গ্র‍্যান্ড ট্রাংক রোডের খেজুর চত্বর সংলগ্ন জায়গা অতিক্রম করছে। অন্যদিকে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে একই মিছিলটিকে সামান্য দূরত্বে থাকা ফেনী শহীদ মিনার মোড় অতিক্রম করে যেতে দেখা যায়। 

পরবর্তীতে, Feni Media নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বর ‘ফেনী জেলা আওয়ামী লীগের মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতেও প্রচারিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ ‘বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল – ফেনী জেলা আওয়ামী লীগ’ লিখিত একই ব্যানার হাতে মিছিলের সম্মুখভাগে থাকা একই পোশাকে একই ব্যক্তিদের ফেনী শহরের বিভিন্ন স্থান অতিক্রম করতে দেখা যায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ফেনীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিল দাবিতে ফেনী জেলা আওয়ামী লীগের পুরোনো মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img