সম্প্রতি ‘সারাদেশে আওয়ামীলীগের উপর চলছে প্রকাশ্য নির্যাতন’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তিকে একটি খাটিয়ায় হাত-পা বেঁধে শুইয়ে রাখা হয়েছে এবং আরেকজন ব্যক্তিকে বন্দী ব্যক্তির হাত-পায়ের তালুতে একটি উত্তপ্ত শাবল দ্বারা ছ্যাঁকা দিচ্ছে৷ আশেপাশে এই ঘটনার দর্শক হিসেবে বিপুলসংখ্যক মানুষ ও শিশুদেরও দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মীকে নির্যাতনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের একটি সার্কাস প্রদর্শনীর ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Manish Kumar নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে ‘#manishrajancircus’ সূচক একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
উক্ত ভিডিও ও প্রচারিত ভিডিওটির অডিও ক্লিপ পর্যবেক্ষণ করে দেখা যায়, এই দুটি কন্টেন্টে ভিন্ন অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে।
Manish Kumar নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির ‘About this account’ সেকশনে গিয়ে দেখা যায়, এটি ভারত থেকে ব্যবহার করা হচ্ছে।
উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের অন্যান্য কন্টেন্ট পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, সেখানে অন্য ব্যক্তি ও নিজেকে উত্তপ্ত বস্তু দ্বারা আঘাত করে কসরত প্রদর্শনীর একাধিক (১, ২) ভিডিও রয়েছে।
এছাড়া, Manish Kumar নামক একই ব্যক্তির একই নামের ফেসবুক প্রোফাইলেও এ ধরণের ভিডিও খুঁজে পাওয়া গেছে৷
সুতরাং, আওয়ামী লীগ কর্মীর ওপর নির্যাতনের ভিডিও দাবিতে ভারতের একটি সার্কাস প্রদর্শনীর ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- Manish Kumar – Instagram Post
- Manish Kumar – Instagram Post (1, 2)
- Manish Kumar – Facebook Post