সম্প্রতি “মেসিকে হুমকি দেওয়া মেক্সিকান বক্সারের বাড়িতে হামলা হয়েছে” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হয়েছে
মেসিকে হামলার হুমকি দেওয়া মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের বাড়িতে একদল লোক ঢুকে সব মূল্যবান জিনিস ভেঙে ফেলেছেন কিন্তু তারা কোন কিছুই চুরি করেনি। তবে তারা বেনামী একটা বার্তা রেখে গেছে যেখানে লেখা রয়েছে, “মেসি অস্পর্শনীয়, তুমি নির্বোধ।”
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসিকে হুমকি দেওয়া মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের বাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি বরং বানোয়াট তথ্য এবং ভিন্ন দুইটি ঘটনার পুরোনো ছবি সংযুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
প্রথম ছবি যাচাই
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ২০২১ সালের ০৫ অক্টোবর তারিখে প্রকাশিত একটি পোস্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “আমার বয়ফ্রেন্ড (বর্তমানে প্রাক্তন), মাতাল অবস্থায় মতবিরোধের পরে আমাদের বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং আমাকে মারধর করে।”
দ্বিতীয় ছবি যাচাই
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আমেরিকান গণমাধ্যম CBS 8 এর ওয়েবসাইটে গত ১৯ জুলাই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ভিডিওতে হুবহু একই দৃশ্য দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত জুলাইয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চুলা ভিস্তায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় একটি বাড়ির সিসিটিভিতে ধারণ করা দৃশ্য এটি।
এছাড়া, আলোচিত পোস্টগুলোতে ফক্স এবং স্কাই স্পোর্টসকে সোর্স হিসেবে দেখানো হয়েছে কিন্তু ফক্স এবং স্কাই স্পোর্টস এ ধরণের কোনো সংবাদ প্রকাশ করেনি। এমনকি মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও এই সংবাদ প্রকাশিত হয়নি।
তাছাড়া, মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও এই ব্যাপারে কোনো তথ্য নেই।
ক্যানেলো আলভারেজ মেসিকে কেনো হুমকি দিয়েছিলো?
ফিফা বিশ্বকাপ-২০২২ আসরের গ্রুপ পর্বের আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ শেষে মেসির বিরুদ্ধে আর্জেন্টিনার ড্রেসিংরুমে জয় উদযাপনের সময় জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করার অভিযোগ করেছিলেন মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ। তবে তা ছিল একটি দুর্ঘটনা। ম্যাচ পরবর্তীতে সাধারণত খেলোয়াড়দের ব্যবহৃত জার্সিগুলো ঘর্মাক্ত হওয়ায় তা এভাবে মেঝেতেই পড়া থাকে৷ মেক্সিকোর অধিনায়কের সাথে মেসির বদল করা এমনই একটি জার্সি সেদিন মেসির সামনে মেঝেতে পড়েছিল। মেসি জুতা খোলার সময় তাতে দুর্ঘটনাবশত পা লেগে যায়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ মেসি মেক্সিকোকে অপমান করেছে অভিযোগ এনে টুইট করেন৷ এরপর মেসির পক্ষ নেয় অনেক ফুটবলার এবং ক্যানেলো আলভারেজকে বিষয়টি বুঝানোর চেষ্টা করে। এমনকি মেক্সিকোর অধিনায়কও বিষয়ে মেসির পক্ষ নিয়ে কথা বলে। সব শেষে ক্যানেলো আলভারেজ নিজের ভুল বুঝতে পেরে মেসি ও আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উক্ত বিষয়ে রিউমর স্ক্যানারের প্রকাশিত একটি ফ্যাক্ট স্টোরি পড়ুন এখানে।
মূলত, আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের পর মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ মেসির বিরুদ্ধে জার্সি অবমাননার অভিযোগ এনে মেসিকে হুমকি দিয়ে একটি টুইট করেন। যদিও পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। তবে উক্ত বিষয়টিকে কেন্দ্র করে ‘মেসিকে হুমকি দেওয়া মেক্সিকান বক্সারের বাড়িতে হামলা’ শীর্ষক একটি দাবি প্রচারিত হয়। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবির সাথে যংযুক্ত দুইটি ছবিগুলো পুরোনো ও ভিন্ন দুইটা ঘটনার। এছাড়া পোস্টগুলোতে ফক্স ও স্কাই স্পোর্টসকে তথ্যসূত্র হিসেবে দেখানো হলেও গণমাধ্যমগুলো এ বিষয়ে কোনো সংবাদ প্রচার করেনি। এছাড়া ক্যানেলো আলভারেজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে এ বিষয়ে কোনো তথ্য নেই।
সুতরাং, ‘মেসিকে হুমকি দেওয়া মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের বাড়িতে হামলা হয়েছে’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Reddit – https://www.reddit.com/r/TwoXChromosomes/comments/q1bcr1/my_boyfriend_now_ex_completely_destroyed_our_home/
- CBS8 – ‘I don’t feel safe no more’ | Chula Vista woman has $250K in cash stolen during burglary in broad daylight
- Canelo Alvarez on Twitter – https://twitter.com/Canelo
- Canelo Alvarez on Instagram – https://www.instagram.com/canelo/