সম্প্রতি, তৃতীয় বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এর আগে ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। শোয়েব মালিকের নতুন বিয়ের খবর প্রকাশ্যে আসার পর কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, শোয়েব-সানিয়ার ছেলেকে ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী টুইট করেছেন। দাবি করা হচ্ছে, উক্ত টুইটে তিনি লিখেছেন, ‘কোনো ভাবেই সানিয়া মির্জা এবং তার সন্তানকে ভারতের নাগরিকত্ব দেব না। কারো নির্বুদ্ধিতার দায় ভারত নেবে না।’

উক্ত দাবিতে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যুগান্তর, আজকের দর্পণ, জুম বাংলা, ফ্রিডম বাংলা নিউজ, বাংলাদেশ মোমেন্টস।

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শোয়েব-সানিয়ার ছেলেকে ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী কোনো টুইট করেননি বরং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে পরিচালিত একটি স্যাটায়ার এক্স অ্যাকাউন্ট থেকে প্রচারিত উক্ত টুইটটিকে হিমন্ত বিশ্ব শর্মার বাস্তব টুইট দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যবেক্ষণ আলোচিত দাবিতে কোনো টুইটের অস্তিত্ব মেলেনি।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে ‘हिमंता बिस्वा शर्मा – Himanta Bishwa Sharma Satire’ নামে একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে গত ২০ জানুয়ারি প্রকাশিত আলোচিত টুইটটি খুঁজে পাওয়া যায়।

এই অ্যাকাউন্টটি এখন আর সচল নেই। তবে আলোচিত এই অ্যাকাউন্টের নামে স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক শব্দটির উপস্থিতিই জানান দিচ্ছে, এটি একটি স্যাটায়ার অ্যাকাউন্ট।
তাছাড়া, এই অ্যাকাউন্টের ইউজার নেম HimantaBishwaa। অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার মূল অ্যাকাউন্টটির ইউজার নেম himantabiswa। অর্থাৎ, দুই অ্যাকাউন্টের ইউজার নেমের বানানেও পার্থক্য রয়েছে।
মূলত, সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর আগে ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। শোয়েব মালিকের নতুন বিয়ের খবরের প্রেক্ষিতে কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, শোয়েব-সানিয়ার ছেলেকে ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘কোনো ভাবেই সানিয়া মির্জা এবং তার সন্তানকে ভারতের নাগরিকত্ব দেব না। কারো নির্বুদ্ধিতার দায় ভারত নেবে না।’ কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসামের মুখ্যমন্ত্রী এমন কোনো টুইট করেননি। প্রকৃতপক্ষে, মুখ্যমন্ত্রীর নামে পরিচালিত একটি স্যাটায়ার এক্স অ্যাকাউন্ট থেকে উক্ত টুইটটি করা হয় যা হিমন্ত বিশ্ব শর্মার বাস্তব টুইট দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, একটি স্যাটায়ার এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি টুইটকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাস্তব টুইট দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।