ভারতে ২৪ বছর বয়সী যুবতীর জন্মদাতা বাবাকে বিয়ের ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি, ভারতে ২৪ বছর বয়সী এক যুবতী নিজের জন্মদাতা বাবাকে বিয়ে করেছেন দাবিতে দেশীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে ভারতের সমাজবাদী পার্টির নেতা জয় সিংহ যাদব এর একটি এক্স পোস্ট (টুইট)-এর বরাতে এমন তথ্য জানানো হয়। তার পোস্টটিতে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে এক তরুণী লাল শাড়ি, মঙ্গলসূত্র এবং সিঁদুর পরে, এক মধ্যবয়স্ক পুরুষের পাশে দাঁড়িয়ে দাবি করেন পাশের ব্যক্তি তার জন্মদাতা বাবা যাকে তিনি বিয়ে করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন দৈনিক জনকণ্ঠ,ডেইলি বাংলাদেশ,যায়যায়দিন, ঢাকা প্রকাশ এবং লন্ডন বাংলা

গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

জন্মদাতা বাবাকে

ফেসবুক প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন জি ২৪ ঘন্টা এবং আজকাল

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতে যুবতীর জন্মদাতা বাবাকে বিয়ে করার দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ভিডিওটি স্ক্রিপ্টেড এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Royal Tiger নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২ নভেম্বর सब को बताना चाहती हू || ​⁠‪@royaltiger02‬ (আর্কাইভ) শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। মূলত উক্ত ভিডিওটি আলোচিত ভিডিওর বর্ধিত সংস্করণ। এছাড়াও ভিডিওটির ৪৭ সেকেন্ডে চ্যানেলের মালিক অঙ্কিতা করোটিয়ার পক্ষ থেকে দেওয়া একটি ডিসক্লেইমার বা সতর্কীকরণ বার্তা দেখতে পাওয়া যায়। যেখানে তিনি জানান, “ভিডিওটি কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটি কারোর ধর্ম, বর্ণ কিংবা বাবা-মেয়ের সম্পর্ককে অসম্মান করার উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি।” 

Screenshot: Youtube

পরবর্তীতে ভিডিও Royal Tiger নামের উক্ত চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটিতে এই ধরনের একাধিক স্ক্রিপ্টেড ভিডিও আপলোড করা হয়েছে। সেই সব ভিডিওতে অঙ্কিতা নিজে কিংবা কোনও কোনও ভিডিওতে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বিভিন্ন কাল্পনিক চরিত্রে অভিনয় করিয়েছেন।

এছাড়াও চ্যানেলটিতে গত ২ নভেম্বর ये क्या है खाने मैं || ‪@royaltiger02‬ শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচিত ভিডিওর যুবতী ও বয়স্ক ব্যক্তিকে ভিন্ন প্রেক্ষাপটে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

Screenshot: Youtube

পাশাপাশি চ্যানেলটিতে এরকম একাধিক ভিডিও খুজে পাওয়া যায়, যেখানে তাদেরকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে

অর্থাৎ, জন্মদাতা বাবা ও মেয়ের বিয়ের স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব দাবিতে হিসেবে উপস্থাপন করে ভারতীয় এবং বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

সুতরাং, ভারতে ২৪ বছর বয়সী এক যুবতী নিজের জন্মদাতা বাবাকে বিয়ে করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img