সম্প্রতি “কাতার বিশ্বকাপ দেখার জন্য প্রায় ৩হাজার আর্জেন্টিনাই সমর্থক এ জাহাজটি ভাড়া করেছে কাতারে আসার জন্য” শীর্ষক শিরোনামে একটি ক্রুজ জাহাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি আর্জেন্টিনা সমর্থক কর্তৃক ভাড়া করা জাহাজের ছবি নয় বরং এটি একটি প্রতীকী ছবি, যা বাস্তবে জাহাজটি দেখতে কেমন হবে সেটি বুঝানোর জন্য এডিট করে তৈরি করা হয়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের মাধ্যমে, আর্জেন্টিনা ভিত্তিক গণমাধ্যম ‘Infobae’ এর ওয়েবসাইটে গত ৩ মে “Scaloneta flotante en el Mundial de Qatar: cómo será el crucero para hinchas de la Selección, cuánto costará y qué shows incluirá (ইংরেজি অনুবাদঃ Floating Scaloneta at the Qatar World Cup: what the cruise for the National Team fans will be like, how much it will cost and what shows it will include)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত এডিটেড ছবিটি খুঁজে পাওয়া যায়।
তবে, উক্ত প্রতিবেদনে আলোচিত ছবিটির বিবরণীতে স্প্যানিশ ভাষায় উল্লেখ করা রয়েছে “Imagen digital de cómo podría verse el crucero de los hinchas de la Selección”। যা গুগল ট্রান্সলেটরের সহয়তায় অনুবাদ করলে পাওয়া যায়ঃ “Digital image of what the National Team fans cruise could look like” অর্থাৎ, জাতীয় দলের সমর্থকদের জাহাজটি বাস্তবে দেখতে কেমন হবে সেটি বুঝানোর জন্য উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহয়তায় এডিট করে তৈরি করা হয়েছে।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘The New York Times’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৩ জানুয়ারিতে “Cruise Has Surprise Ending After Judge Orders Ship Seized Over Debts” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে “A cruise ship had an arrest warrant waiting in Miami. So it took passengers to the Bahamas” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
মূলত, কাতারে আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ‘La Scaloneta flotante’ নামের একটি জাহাজ আর্জেন্টিনার সমর্থকদের জন্য দোহা বন্দরে অবস্থান করবে। বিষয়টি নিয়ে ‘Infobae’ নামের একটি আর্জেন্টিনা ভিত্তিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত জাহাজের ছবিটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে এটিকে আর্জেন্টিনা সমর্থক কর্তৃক ভাড়া করা জাহাজের আসল ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ‘Vuela Viajes’ নামের একটি আর্জেন্টাইন ভ্রমণ সংস্থার উদ্যোগে “La Scaloneta flotante” নামের একটি জাহাজ বিশ্বকাপে অংশগ্রহণকারী আর্জেন্টিনা সমর্থকদের জন্য কাতারের দোহা বন্দরে অবস্থান করবে। জাহাজটি ধারণক্ষমতা হবে সীমিত এবং বিলাসবহুল এই জাহাজটির সিট ক্রয় করলে কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে। এছাড়া, উক্ত জাহাজটির নামকরন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির নাম অনুসরণ করে করা হয়েছে।
সুতরাং, কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ভাড়া করা জাহাজ নিয়ে আর্জেন্টিনা ভিত্তিক গণমাধ্যম ‘Infobae’ এ প্রকাশিত প্রতিবেদনে ব্যবহার করা প্রতীকী ছবিকে ভাড়া করা জাহাজের আসল ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The New York Times: Cruise Has Surprise Ending After Judge Orders Ship Seized Over Debts
- CNN: A cruise ship had an arrest warrant waiting in Miami. So it took passengers to the Bahamas
- Infobae: Scaloneta flotante en el Mundial de Qatar: cómo será el crucero para hinchas de la Selección, cuánto costará y qué shows incluirá
- La Nación: https://www.lanacion.com.ar/deportes/como-es-y-cuanto-cuesta-hospedarse-en-la-scaloneta-flotante-el-crucero-que-llevara-hinchas-nid04052022/