সম্প্রতি ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্র মন্ত্রী বিলকেন’ শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে। এই দাবির পাশাপাশি পোস্টটিতে একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একই দাবিটি আরও বেশকিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সংকট সফরের পর সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল-হাশিমি ও অন্যান্য ব্যক্তিবর্গের সাথে গ্রুপ ছবি তোলার পূর্বমুহূর্তের একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে স্টক ফটো ওয়েবসাইট gettyimages এ একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটির সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, মিশরে ২০২৪ সালের ২১ মার্চ মধ্যপ্রাচ্য সংকট সফরের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল-হাশিমির সাথে গ্রুপ ছবি তোলার জন্য অগ্রসর হন। সংযুক্ত ছবিটি উক্ত মুহূর্তের চিত্র।
পরবর্তীতে, যুক্তরাজ্যভিত্তিক ইরানের গণমাধ্যম Iran International এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ মার্চ ‘Progress in Riyadh-Washington Talks Over Israeli Normalization’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- gettyimages – EGYPT-US-ISRAEL-PALESTINIAN-CONFLICT
- Iran International – Progress in Riyadh-Washington Talks Over Israeli Normalization