অনঙ্গপাল তোমর নয়, দিল্লির লাল কেল্লা তৈরি করেছেন সম্রাট শাহজাহান

সম্প্রতি, পৃথ্বীরাজ চৌহানের দাদু অনঙ ১০৬২ সালে দিল্লির লাল কেল্লা বানিয়েছিলেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এই দাবিতে বাংলাদেশে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ওপার বাংলায় প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অনঙ্গপাল তোমর দিল্লির লাল কেল্লা তৈরি করেননি বরং লাল কেল্লা তৈরি করেছেন সম্রাট শাহজাহান।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতের কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর ওয়েবসাইটে “World Heritage Site – Red Fort, Delhi” শীর্ষক শিরোনামে একটি প্রবন্ধ খুঁজে পাওয়া যায়।

প্রবন্ধটি থেকে জানা যায়, সম্রাট শাহজাহানের হাত ধরে ১৬৩৯ সালে রেড ফোর্ট বা লাল কেল্লার কাজ শুরু হয় এবং নয় বছর পর কাজ শেষ হয়।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম The Hindu এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৯ অক্টোবর “The original Red Fort of Delhi” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, লাল কেল্লার অনেক আগে অষ্টম শতাব্দীতে অনঙ্গপাল তোমর দিল্লিতে লাল কোট নামে আরেকটি স্থাপনা তৈরি করেছিলেন।

পরবর্তীতে গুগল ম্যাপে তথ্য প্রদান করে আলাদা দুইটি জায়গা সম্পর্কে জানা যায় এবং দেখা যায় এদের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটারের ব্যবধান।

অনঙ্গপাল তোমর
Screenshot: Google Map

অর্থাৎ, লাল কেল্লা সম্রাট শাহজাহানই তৈরি করেছিলেন। অপরদিকে লাল কোট তৈরি করেছিলেন অনঙ্গপাল তোমর।

মূলত, অষ্টম শতাব্দীতে অনঙ্গপাল তোমর দিল্লিতে লাল কোট তৈরি করেন এবং সম্রাট শাহজাহানের হাত ধরে ১৬৩৯ সালে রেড ফোর্ট বা লাল কেল্লার কাজ শুরু হওয়ার নয় বছর পর কাজ শেষ হয়। তবে সম্প্রতি, অনঙ্গপাল তোমর দিল্লির লাল কেল্লা তৈরি করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, দিল্লির লাল কেল্লা সম্রাট শাহজাহান তৈরি করলেও এটি অনঙ্গপাল তোমর তৈরি করেছেন বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img