সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
এর মধ্যে “ফেনিতে বন্যা কবলিত মানুষদের জন্য আলভারেজের ১ মিলিয়ন ইউরো দান” শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফেনীর বন্যার্তদের আর্জেন্টাইন ফুটবলার জুনিয়র আলভারেজ ১ মিলিয়ন ইউরো দান করেছেন দাবিতে যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ আগস্ট, ২০২৪ উল্লেখ পাওয়া যায়।

উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডের বিষয়ে ২৬ আগস্ট যমুনা টিভির ফেসবুক পেজে থেকে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করা হয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ফেনীর বন্যার্তদের আর্জেন্টাইন ফুটবলার জুনিয়র আলভারেজ ১ মিলিয়ন ইউরো দান করার তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Page
- Jamuna Television- Website
- Jamuna Television- Youtube Channel
- Jamuna Television- Facebook Post
- Rumor Scanners’ Own Analysis