মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

বাংলাদেশের পক্ষে পশ্চিমবঙ্গের টলিউড তারকাদের স্লোগানের ভিডিওটির অডিওটি এডিটেড

বাংলাদেশের উপর ভারতের অন্যায় আগ্রাসন আছে দাবি করে এবং তার বিরোধীতা করাসহ সীমান্ত হত্যা, নদীর পানি, বাঁধ ইত্যাদি নানা বিষয়ে নানাসময়ই ভারতের আগ্রাসনবিরোধী নানা স্লোগান দেওয়া হয় বাংলাদেশে। যার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়েও নানা জায়গায় নানা স্লোগান দেখা গিয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের টলিউড তারকারাও বাংলাদেশের পক্ষে স্লোগান দিচ্ছেন। ভিডিওটিতে তাদেরকে “তোমার দেশ, আমার দেশ – বাংলাদেশ বাংলাদেশ ” ও “দিল্লি না ঢাকা – ঢাকা ঢাকা” স্লোগান দিতে শোনা যায়।

টলিউড তারকাদের স্লোগানের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৬০ লাখ বার চালু করা হয়েছে এবং প্রায় ১ লক্ষ ২০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত অডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে আসল ভিডিওটিতে টলিউড তারকারা ভিন্ন স্লোগান দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হওয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করলে তার মধ্যে কিছু পোস্টে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের নাম দেখতে পাওয়া যায়। যা প্রাথমিকভাবে ধারণা দেয় যে ভিডিওটি সম্ভবত আনন্দবাজারের কোনো অনলাইন মাধ্যমে প্রচার হয়েছিল। তাছাড়া, স্লোগানটিতে তারকাদের হাতে থাকা ব্যানারে “সব অভয়া শহর গ্রামে…” লেখা দেখতে পাওয়া যায় যা প্রাথমিকভাবে ধারণা দেয় যে ভিডিওটি সম্ভবত সম্প্রতি পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে হওয়া ধর্ষণ ও খুনের ঘটনার সাথে সম্পৃক্ত। পশ্চিমবঙ্গে ধর্ষিতা ঐ মেয়ের পরিচয় গোপন রাখতে গণমাধ্যমে নানা নামে উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছিল যার মধ্যে বহুল ব্যবহৃত একটি নাম ছিল অভয়া।

অতঃপর, এরই সূত্র ধরে ও রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গত ১৯ আগস্ট “RG Kar Incident । ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’, সুর চড়ালেন তারকারা” শিরোনামে আনন্দবাজার পত্রিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির প্রথম দিকের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের ও হাতে থাকা ব্যানারের হুবহু মিল পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় এটি কলকাতার সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনার ভিডিও।

Comparison : Rumor Scanner

কিন্তু উক্ত ভিডিওটিতে আলোচিত দাবিতে প্রচারিত স্লোগানের বদলে আরজিকর হাসপাতালে হওয়া ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে “সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর”, “উই উয়ান্ট জাস্টিস” স্লোগানসহ নানা কথা শোনা যায়। কোথাও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মতো  “তোমার দেশ, আমার দেশ – বাংলাদেশ বাংলাদেশ ” ও “দিল্লি না ঢাকা – ঢাকা ঢাকা” শীর্ষক স্লোগান শোনা যায়নি।

অতঃপর, উক্ত প্রতিবাদ মিছিলের বিষয়ে অধিকতর অনুসন্ধান করলে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দে “RG Kar News: ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে টালিগঞ্জের কলাকুশলীরা” শিরোনামে গত ১৮ আগস্ট তারিখের একটি সংবাদ পাওয়া যায়। সংবাদটির শিরোনামে “সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর” স্লোগানটিরও উল্লেখ পাওয়া যায়। সংবাদটি পড়ে জানা যায়, উক্ত প্রতিবাদ মিছিলটি পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে হওয়া ধর্ষণ ও হত্যার ঘটনার। উক্ত সংবাদেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে শুনতে পাওয়া “দিল্লি না ঢাকা” বা “তোমার দেশ, আমার দেশ” কোনো স্লোগানের উল্লেখ পাওয়া যায়নি।

উক্ত প্রতিবাদ মিছিলটির বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার বরাতে বাংলাদেশি মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোতেও “কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা: রাজপথে টালিউডের তারকারা” শিরোনামে গত ১৯ আগস্ট তারিখে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত প্রতিবাদ মিছিলটির ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। কিন্তু উক্ত প্রতিবেদনেও বাংলাদেশের পক্ষে টলিউড তারকাদের কোন স্লোগানের উল্লেখ পাওয়া যায়নি। 

সুতরাং, পশ্চিমবঙ্গের টলিউডের তারকারা বাংলাদেশের পক্ষে স্লোগান দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img