সম্প্রতি, “রাণী এলিজাবেথকে গার্ড অফ অনার দিচ্ছে আরএসএসের ঊর্দি-পরিহিত সেবকরা লাঠি হাতে” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এছাড়া শুধুমাত্র “গোটা দেশ যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ করছিল, কিছু বিশ্বাসঘাতক ইংল্যান্ডের রানীকে স্যালুট করছিল, শোনা যায় তাদের বংশধররা নিজেদের দেশ প্রেমিক বলে” শীর্ষক দাবিতেও একই ছবি প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথকে ভারতের হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ও আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্যদের গার্ড অফ অনার দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড। প্রকৃতপক্ষে, দুটি ভিন্ন ঘটনার ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একত্রে করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবি এক প্রান্ত যাচাই
ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচিত ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Deccan Chronicle’ এ ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি “Staff can take part in apolitical activities of RSS: Chhattisgarh govt” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ভারতের হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্যের।
ছবি অপর প্রান্ত যাচাই
উক্ত দাবিতে প্রচারিত ছবির অপর অংশের সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘CNN’ এ ২০১৬ সালের ২১ এপ্রিল “Queen Elizabeth’s guide to traveling the globe” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত একটি ছবির মিল খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ১৯৫৬ সালে ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ কমনওয়েলথ টুরে নাইজেরিয়ায় যান এবং রয়্যাল ওয়েস্ট আফ্রিকান ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যদের পরিদর্শন করেন।
অর্থাৎ, ভিন্ন দুই ঘটনার দুটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে একই ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
মূলত, ১৯৫৬ সালে ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ কমনওয়েলথ টুরে নাইজেরিয়ায় যান এবং রয়্যাল ওয়েস্ট আফ্রিকান ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যদের পরিদর্শন করেন। সেই পরিদর্শনের সময়ে ধারণকৃত একটি ছবি থেকে রয়্যাল ওয়েস্ট আফ্রিকান ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যদের জায়গায় ভারতের হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্যের ভিন্ন একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে সম্প্রতি ফেসবুকে ‘রানি এলিজাবেথকে গার্ড অফ অনার দিচ্ছে আরএসএসের ঊর্দি-পরিহিত সেবকরা লাঠি হাতে’ শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে রানি দ্বিতীয় এলিজাবেথের ১৯৬১ সালের ঢাকা আগমনের তারিখ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ভারতের হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ও আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্যরা রানি দ্বিতীয় এলিজাবেথকে গার্ড অফ অনার দিয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।