মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বার্তা২৪ এর ফটোকার্ড নকল করে প্রচার 

সম্প্রতি, ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ শীর্ষক শিরোনামে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের মাঠের ছবি কোলাজ আকারে বার্তা২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উপদেষ্টা আসিফ মাহমুদকে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ শীর্ষক শিরোনামে  বার্তা২৪ কোনো প্রতিবেদন বা ফটোকার্ড  প্রকাশ করেনি বরং, বার্তা২৪ এর ফেসবুক পেজে গত ০৩ সেপ্টেম্বর প্রচারিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ‘বার্তা২৪’ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৩ সেপ্টেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে ‘বার্তা২৪’ এর ফেসবুক পেজে সেদিনের প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বার্তা২৪ এর ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়াও ‘বার্তা২৪’ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ লেখাটির প্যার্টান ও ফন্টের মধ্যে ভিন্নতা রয়েছে।

তবে, পর্যবেক্ষণে ‘বার্তা২৪’ এর ফেসবুক পেজে গত ০৩ সেপ্টেম্বর ‘দুর্নীতি আর রাজনীতিমুক্ত থাকলে আরও সাফল্য আসবে ক্রীড়াঙ্গনে’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যলোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। উভয় ফটোকার্ডে থাকা তারিখ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের মাঠের কোলাজ ছবির মিল রয়েছে। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘দুর্নীতি আর রাজনীতিমুক্ত থাকলে আরও সাফল্য আসবে ক্রীড়াঙ্গনে’ শীর্ষক শিরোনামের পরিবর্তে ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ লেখা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে নিচের অংশটুকু কেটে দেওয়া হয়েছে।

Photocard Comparison: Rumor Scanner 

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে এটাও জানিয়েছেন তিনি, এই ধারাবাহিক ক্রীড়া সাফল্য জুলাই বিপ্লবের ফসল, দুর্নীতিমুক্ত থাকতে পারলে ক্রীড়াঙ্গন আরও সফল হবে।’

অর্থাৎ, বার্তা২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ শীর্ষক শিরোনামের ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘ধর্মীয় নিরপেক্ষ থাকেন সবাই, দেশ আরো অনেক এগিয়ে যাবে।’ শীর্ষক শিরোনামে আসিফ মাহমুদের বক্তব্য দাবিতে বার্তা২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img