সম্প্রতি বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বিদ্যা সিনহা সাহা মীমের নয় বরং, একজন ভারতীয় অভিনেত্রীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, Rishuuu নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ এপ্রিল প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সাথে এই ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবি দুইটিতে থাকা নারীদের চেহারা ভিন্ন।
পোস্টটির ক্যাপশনে থাকা ‘Sanjeeda Shaikh’ হ্যাশট্যাগটির সূত্র ধরে ভারতীয় অভিনেত্রী সানজিদা শেখের ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক মিল রয়েছে।

ছবিটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, সানজিদা শেখের এই ছবিটিতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিদ্যা সিনহা সাহা মীমের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত
তথ্যসূত্র
- Bidya Sinha Saha Mim – Facebook Page, Instagram Account
- Rishuuu – Instagram Post
- Sanjeeda Shaikh – Facebook Post