ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ০৮ আগস্ট দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সম্প্রতি, রাজধানীর পলাশীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।। উক্ত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই দুই উপদেষ্টা জামায়াতে ইসলামীকে ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করে জনগণকে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানিয়েছেন দাবিতে ‘ধর্ম ব্যবসায়ী জামায়াতকে আর সুযোগ না দেয়ার আহ্বান দুই উপদেষ্টার’ শিরোনামে যমুনা টিভির লোগোযুক্ত একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ধর্ম ব্যবসায়ী জামায়াতকে আর সুযোগ না দেয়ার আহ্বান দুই উপদেষ্টার’ শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি সংবাদের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত সংবাদের ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত সংবাদের স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আমাদের পর্যবেক্ষনে স্ক্রিনশটটিকে যমুনা টিভির ফেসবুক পেজে শেয়ার করা সংবাদ আদলে তৈরি করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২৬ আগস্ট যমুনা টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে ‘ধর্ম ব্যবসায়ীদের আর সুযোগ না দেয়ার আহ্বান দুই উপদেষ্টার’ শিরোনামে একটি সংবাদ লিংক সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের সাথে প্রচারিত স্ক্রিনশটের সংবাদের ছবি ও বিজ্ঞাপনের পুরোপুরি ও শিরোনামের বেশিরভাগ অংশের মিল রয়েছে। অর্থাৎ যমুনা টিভির ফেসবুক পেজের এই পোস্টের স্ক্রিনশট এডিটের মাধ্যমে তাতে সংবাদ শিরোনাম অংশে ‘জামায়াতকে’ শব্দটি যুক্ত করা হয়েছে।

একইদিনে যমুনা টিভি’র ওয়েবসাইটে একই শিরোনামে প্রকাশিত একটি সংবাদও খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদের বরাতে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মূলত বিভিন্ন সময়ে দেশের রাজনীতিতে যারা ধর্মের অপব্যবহার করেছে তাদের প্রতি সতর্ক থাকা ও তাদের সুযোগ না দিয়ে নতুন বাংলাদেশে সব ধরণের অপসংস্কৃতি রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদের কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নাম বা ঐ সংক্রান্ত কোনো তথ্য দেয়ার বিষয় উল্লেখ করা হয়নি।
উক্ত ঘটনায় দুই উপদেষ্টার বক্তব্যের ভিডিও যাচাই করেও জামায়াত ইসলামী সম্পর্কিত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া দেশের মূলধারার কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘ধর্ম ব্যবসায়ী জামায়াতকে আর সুযোগ না দেয়ার আহ্বান দুই উপদেষ্টার’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত সংবাদের স্ক্রিনশটটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Post
- Jamuna Television: ধর্ম ব্যবসায়ীদের আর সুযোগ না দেয়ার আহ্বান দুই উপদেষ্টার
- Jamuna Television: ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা মেনে নেবো না: নাহিদ
- Kalbela: ধর্ম ব্যবসায়ীদের আর সুযোগ না দেয়ার আহ্বান আইন উপদেষ্টার
- Rumor Scanner’s Own Analysis