আলিয়া ভাটের সঙ্গে কেন উইলিয়ামসনের এই ছবিটি আসল নয়

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসনের সঙ্গে বলিউড তারকা আলিয়া ভাট দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলিয়া ভাটের সঙ্গে কেন উইলিয়ামসনের আলোচিত ছবিটি বাস্তব নয়। বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Kane Williamson’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook.

পেজটির ট্রান্সপারেন্সি সেকশন থেকে দেখা যায়, এটি ভারতীয় তিনজন অ্যাডমিন দ্বারা পরিচালিত। এছাড়া, কেন উইলিয়ামসনের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়ো অনুযায়ী, তার কোনো ফেসবুক বা টুইটার (এক্স) অ্যাকাউন্ট নেই। 

Screenshot Collage: Rumor Scanner.

পরবর্তীতে, উক্ত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে এতে ‘Grok’ এর জলছাপ লক্ষ্য করা যায়। গ্রক ইলন মাস্কের মালিকানাধীন একটি এআই প্ল্যাটফর্ম, যা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। গ্রকের মাধ্যমে বাস্তবসম্মত ছবি ও কনটেন্ট তৈরি করা সম্ভব।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার টিম কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশন ব্যবহার করে। হাইভের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Screenshot: Hive Moderation. 

সুতরাং, এআই দিয়ে তৈরি কেন উইলিয়ামসনের সাথে আলিয়া ভাটের একটি  ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Hive Moderation.
  • Kane Williamson – Instagram
  • Rumor Scanner’s analysis. 

আরও পড়ুন

spot_img