অক্ষয় কুমার মণিপুরে দুই নারী হেনস্তার ঘটনায় ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেননি

সম্প্রতি, ভারতের মণিপুর রাজ্যে দুই নারী হেনস্তার শিকার হওয়ার ঘটনায় বলিউড নায়ক অক্ষয় কুমার ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউব এবং ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, অক্ষয় কুমার ভারতের মণিপুর রাজ্যের দুই নারীকে হেনস্তার ঘটনায় ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ করেননি বরং পূর্বের ভিন্ন ঘটনায় অক্ষয় কুমার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। তবে অক্ষয় এক টুইটের মাধ্যমে সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

ভিডিওটির কিছু কিফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ‘Akshay Kumar’ এর টুইটার অ্যাকাউন্টে ২০১৭ সালের ৫ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিওর সাথে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

অক্ষয় কুমার সেদিন ভারতের বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনায় নিজের টুইটার আক্যাউন্টে ভিডিও বার্তার মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

তবে অক্ষয় তার টুইটার অ্যাকাউন্টে মনিপুরে দুইজন নারীকে হেনস্তা নিয়ে গত ২০ জুলাই একটি টুইট পোস্ট করেন। কিন্তু সেখানে তিনি কোনো ভিডিও যুক্ত করেননি।

Screenshot from Twitter

মূলত, গত ১৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মণিপুরের রাস্তায় দুইজন নারীকে একদল লোক যৌন হয়রানি করার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ইন্টারনেটে বলিউড নায়ক অক্ষয় কুমার ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচারিত হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ঘটনায় অক্ষয় কোনো ভিডিও প্রকাশ করেনি বরং পূর্বের ঘটনায় করা ভিডিও ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ভারতের মণিপুরের রাস্তায় কুকি-জোমি সম্প্রদায়ের দু’জন নারীকে নগ্ন করে একদল লোকের দ্বারা যৌন লাঞ্ছনা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা পুরো ভারতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়।

প্রসঙ্গত, পূর্বে বলিউড নায়ক অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করেছেন দাবিতে এডিটেড ভিডিও ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, মণিপুর রাজ্যে দুই নারী হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অক্ষয় কুমার ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Akshay Kumar – Twitter Post
  • Rumor Scanner’s Own Analysis

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img